ভালো মানের ক্যামেরায় ছবি তোলার ঝক্কিও অনেক। অল্প আলোতে শাটার স্পিড কমিয়ে পরিষ্কার ছবি তোলার অন্যতম শর্তই হলো শাটারে চাপ দেওয়ার সময় হাত কাঁপানো চলবে না। আর কাজটা সহজে করার কিছু টিপস দিয়েছেন মার্কিন আলোকচিত্রী নাতালি নর্টন। ১. যতটা সম্ভব উপরের ছবির মতো দুই কনুই জড়ো করে শরীরের সাথে চেপে ধরুন। এরপর একেবারে নিঃশ্বাস ছেড়ে দিন। সামান্য শ্বাস প্রশ্বাসও ক্যামেরা কাঁপিয়ে দিতে পারে। ২. বাঁ কাঁধ উঁচু করে ধরুন। আরো দৃঢ়তা পেতে ডান কনুইটাকে বুক বরাবর রাখুন। আর নিয়মমাফিক শাটার প্রেস করার আগে বড় করে শ্বাস ফেলে ভেতরের সব বাতাস বের করে দিন ৩. দরকারের সময় এভাবে হাঁটুটাকেই ট্রাইপড বানিয়ে ফেলতে পারেন। বাড়তি সাপোর্ট পেতে বাম কনুইটাকে হাঁটুর ওপর রাখতে পারেন। 4. Dchy³ mg‡q †gv¶g QweUv Zzj‡Z A‡bK mgq Av‡jvKwPÎx‡K ï‡q co‡Z †`Lv hvq| G‡Z SuvKzwbi cwigvY K‡g Av‡m k~‡b¨i †KvVvq| 5. K¨v‡giv aivi G c×wZUvi bvg Ô†gwkbMvb †nvìÕ| Z‡e mevB G ZwiKvq Af¨¯— bq| AvcwbI †Póv K‡i †`L‡Z cv‡ib| 6. Kuva I Kwâ‡K GKB jvB‡b G‡b K¨v‡giv ai‡jI SuvKzwbi Avk¼v K‡g Avm‡e| evowZ fvimv‡g¨i Rb¨ nuvUzi Ici KbyB ivLv †h‡Z cv‡i| http://www.xatakafoto.com/trucos-y-consejos/seis-formas-de-coger-la-camara-para-evitar-fotos-movidas
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন