শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

ইউটিউবের ভিডিও নামান সহজেই

ইন্টারনেটে ভিডিও দেখা মানেই যেন ইউটিউব। অনেক সময় ইউটিউবে পাওয়া ভিডিও পরবর্তী সময়ে দেখার জন্য নামিয়ে (ডাউনলোড) রাখার প্রয়োজন হতে পারে। নামানোর অনেক পদ্ধতি থাকলেও কাজটি আরও সহজে করা যায়। 
সহজ কাজটা করার জন্য www.youtube.com ঠিকানায় গিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে নিন। ওয়েবসাইট দেখার সফটওয়্যারের (ব্রাউজার) ঠিকানায় www.youtube.com/watch?v=Cde এমন একটি সংযোগ দেখা যাবে। আপনার কাজ হলো www. লেখার পরে ss লিখে এন্টার করুন। এটি হবে www.ssyoutube.com/watch?v= Cde। কিছুক্ষণ অপেক্ষা করলে নতুন একটি সাইট খুলে যাবে। 
এখানে Download Links-এর নিচে খেয়াল করলে দেখবেন ভিডিওটিকে পছন্দমতো বিভিন্ন রেজ্যুলেশনে নামানোর আলাদা সংযোগ আছে। MP4 720p বা MP4 1080p-এর যেকোনোটিতে ক্লিক করলেই ভিডিও নামানো যাবে। 

—মো. রাকিবুল হাসান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন