আইফোন থেকে পিসি-মোবাইলে ইন্টারনেট কানেক্সন
ওয়াইফাই এবং USB ক্যাবল দিয়ে দু’টি উপায়ে শেয়ারিং করা যায়।
এই ক্ষেত্রে পিসিতে ওয়াইফাই সুবিধা থাকলে আপনার আইফোনের মাধ্যমে (আইফোনের) “Personal Hotspot” দিয়ে কোন প্রকার ক্যাবল ছাড়াই পিসির ওয়াইফাই ব্যাবহার করে পিসিতে ইন্টারনেট ব্যাবহার করা যাবে। যাদের পিসিতে WiFi নেই তারা আইফোনকে মডেম হিসেবে নিয়ে USB Cable দিয়ে পিসিতে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। অন্য দিকে আপনার WiFi যুক্ত মোবাইলেও আইফোনের “Personal Hotspot” দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।



ওয়াইফাই এবং USB ক্যাবল দিয়ে দু’টি উপায়ে শেয়ারিং করা যায়।
এই ক্ষেত্রে পিসিতে ওয়াইফাই সুবিধা থাকলে আপনার আইফোনের মাধ্যমে (আইফোনের) “Personal Hotspot” দিয়ে কোন প্রকার ক্যাবল ছাড়াই পিসির ওয়াইফাই ব্যাবহার করে পিসিতে ইন্টারনেট ব্যাবহার করা যাবে। যাদের পিসিতে WiFi নেই তারা আইফোনকে মডেম হিসেবে নিয়ে USB Cable দিয়ে পিসিতে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। অন্য দিকে আপনার WiFi যুক্ত মোবাইলেও আইফোনের “Personal Hotspot” দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।

এবার নিয়ম গুলা দেখা যাক-
শুরুতেই বলি,
১. যারা পিসিতে ওয়াইফাই দিয়ে নেট চালাবেন, তাদের পিসিতে অবশ্যয় WiFi থাকতে হবে।
২. অনেক পিসিতে আবার WiFi নেই, যাদের পিসি বা ল্যাপটপ পুরাতন, তারা হতাশ না হয়ে একটা ইউএসবি ক্যাবল নিন (Charger Cable/USB Cable একই J)
৩. আর হ্যাঁ! পিসিতে iTunes ইস্টল থাকতে হবে (শূধ মাত্র ক্যাবল কানেক্সনের বেলায়)।
এবার আসুন জানা যাক, (আইফোনটাকে কি করতে হবে) খুব সহজেই জানিয়ে দিচ্ছি-
ধাপ গুলা অনুসরণ করূন- মোবাইলটা হতে নিন… এবার
->Settings ->General ->Cellular
এখানে দেখুন “Cellular Data” Off থাকলে অবশ্যয় On করে দিবেন।
যাদের ৩জি/৪জি তারা দেখুন “Enable 3G-4G/LTE” Off থাকলে এটাও On করে দিন। ( অন্য দিকে “Enable 3G-4G/LTE” On/Off করাটা GSM/EDGE নেট ব্যাবহারকারীদের ক্ষেত্রে জরুরী নয় )
… এবার আরেকটু নিচে দেখুন-
->Personal Hotspot ক্লিক করূন, এবার “Personal Hotspot” On করার আগে ->Wi-Fi Password ইচ্ছে মতো বসিয়ে দিন।
এবার ->“Personal Hotspot” Off থেকে On করে দিন।
দু’টা Option আসবে-
ক)‘Turn on Wi-Fi and Bluetooth’ (Wi-Fi এর ক্ষেত্রে এটা Select করূন)
এবার পিসিতে Wi-Fi Search করূন আপনার আইফোন Wi-Fi নাম আসবে, আপনার আগের দেয়া Password দিয়ে কানেক্ট করতে হবে।
খ)‘USB Only’ (USB এর ক্ষেত্রে এটা Select করূন)
মোবাইলে USB লাগান, পিসিতে সংযুক্ত করূন.. তার আগে “Personal Hotspot” On করে দিতে হবে। এবং iTunes অবশ্যয় ইন্সটল করা থাকতে হবে।
এবার উপভোগ করূন আইফোন থেকে ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন