বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

ফেসবুক চ্যাটিংয়ের সময় লুকিয়ে থাকা


ফেসবুক চ্যাটিংয়ে অনেক সময় কেউ কেউ বিরক্ত করে। কিন্তু তাদের বন্ধু তালিকা থেকে অপসারণ করা যায় না। তবে ইচ্ছে করলে চ্যাটিংয়ে সময় তাদের কাছ থেকে অফলাইন থাকা। যাদের সঙ্গে চ্যাট করতে ইচ্ছুক কেবল তারাই আপনাকে অনলাইনে পাবে। এজন্য প্রথমে একটি লিস্ট তৈরি করতে হবে, যাতে বিরক্তিকর সব বন্ধু থাকবে। এজন্য সেটিংস থেকে ফেসবুক ফ্রেন্ডলিস্টে ক্লিক করতে হবে। কারণ পরবর্তী সময়ে যে কোন সময় আপনি অন্য কাউকে লিস্টে অন্তর্ভুক্ত করতে পারবেন। এরপর ওপরের দিকে থাকা Create New List বাটনে এ ক্লিক করতে হবে। নতুন লিস্ট তৈরির বাটনটি না পেলে বাঁ-পাশে থাকা riends এ পাওয়া যাবে। এরপর লিস্টের একটি নাম দিয়ে যাদের অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক তাদের নির্বাচন করতে হবে। এবারCreate Lis -এ ক্লিক করতে হবে। এরপর ফেসবুক চ্যাট অপশনে ক্লিক করলে সদ্য তৈরি লিস্টটি দেখা যাবে। লিস্টের নামের পাশে সাদা এবং সবুজ রঙের ছোট বাটন দেখা যাবে। এ বাটনে ক্লিক করলেই লিস্টে থাকা বন্ধুরা আপনাকে অফলাইনে দেখবে। কিন্তু অন্যরা আপনাকে অনলাইনে দেখবে। 
নেট থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন