শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

দূর থেকে ডিলিট করা যাবে সেলফোনের তথ্য

যে কোনো সময় নিজের ব্যবহৃত সেলফোনটি হারিয়ে কিংবা চুরি হয়ে যেতে পারে। আর প্রিয় সেলফোনটি চুরি হলে হ্যান্ডসেটটিতে সংরক্ষিত অনেক প্রয়োজনীয় তথ্য হারিয়ে যায়। এর মধ্যে কিছু তথ্য থাকে যা অন্যের হস্তগত হলে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে ইচ্ছে করলে হারিয়ে যাওয়া ফোনে ইনসার্ট করা নতুন নম্বর এবং অবস্থান নির্ণয় করা যায়। কিংবা দূরে বসেই চোরের হাতে থাকা আপনার সেলফোনের গোপন তথ্য মুছে ফেলা যায়। ইচ্ছে করলে সেলফোনটি লক করেও দিতে পারেন। তাহলে আর সেলফোনটি যার হাতে রয়েছে সে কখনো খুলতেই পারবে না। এজন্য আপনি F-Secure নামের একটি অ্যাপস ব্যবহার করতে হবে। দারুণ কার্যকরী এই অ্যাপ্লিকেশন সেলফোনে ইনস্টল করা থাকলে এসএমএসের মাধ্যমে ওই হ্যান্ডসেটটি দূর থেকেই লক কিংবা গোপনীয় তথ্য লুকিয়ে ফেলা যায়। এজন্য প্রথমে অ্যাপসটি রা যাবে। অ্যাপসটি http:// www. brothersoft.com/ mobile/f-secure-mobile-anti-theft-71831.html ঠিকানা থেকে ডাউনলোড ডাউনলোড করে Open করতে হবে। এবার Lock Code I Wipe Cod নির্ধারণ করে দিয়ে Remotely Lock কিংবাRemote Wipe অপশন দুটি চালু করতে হবে। এসএমএস এলার্টের জন্য একটি মোবাইল নম্বর সেট করে বেরিয়ে আসতে হবে। উল্লেখিত সব কাজ সেটিংয়ে ক্লিক করে
Anti-Theft ট্যাবের মাধ্যমে করা যায়। তবে অ্যাপসটি শুধু সিমবিয়ান সমর্থিত হ্যান্ডসেটে চালানো যাবে। সাধারণত নকিয়া স্মার্টফোন সিমবিয়ান অপারেটিং সিস্টেম সমর্থন করে থাকে। 

নেট থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন