শনিবার, ৬ আগস্ট, ২০১১

Adult সাইট ব্লক করতে চান?

যাদের পিসিতে অনেকেই বসে বা নিজের ছেলেমেয়ে বসেন, তারা কিছু সাইট ব্লক করে রাখতে পারেন। এজন্য কোন সফটওয়ার ব্যবহার করতে হবে না। নিচের পদ্ধতি এপ্লাই করুন। কাজে আসবে--

১। মাই কম্পিউটারে যান।
২। উইন্ডোজের ভিতরে যান
৩। এখানে সিসসটেম ৩২ ( system32) ফোলডারে যান
৪। এবার এখানে drivers নামে একটা ফোল্ডার পাবেন ওখানে ঢুকুন
৫। এবার এখানে etc নামে একটা ফোল্ডার পাবেন ওখানে ঢুকুন
৬। এখানে host নামে একটা ফাইল পাবেন।

এই ফাইলটাকে নোটপ্যাডে ওপেন করুন। সেখানে সবার নিচে দেখবেন "127.0.0.1 localhost" এইটা আছে। এখন আপনি যে সাইটটা ব্লক করতে চান সেটা 127.0.0.1 localhost এর পরে একটা স্পেস দিয়ে লিখে সেভ করে বেরিয়ে আসুন। এবার পিসিটা রিস্টার্ট দেন।

ওই সাইটা আন ব্লক করতে চাইলে একই পদ্ধতিতে "127.0.0.1 localhost" এখানে এসে শুধু আপনার লেখা সাইটের এড্রেসটাটা ডিলিট করে সেভ করুন। এবার পিসিটা 
রিস্টার্ট দেন। 



কৃতজ্ঞতাঃনেট থেকে বাঁশ দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন