পাসওয়ার্ড প্রটেক্টর :অ্যামপ্যাথি
নানা প্রয়োজনে কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন হয়। অনেকেই কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করতে চান। এই নিরাপত্তা নিশ্চিত করতে অসাধারণ সফটওয়্যার 'অ্যামপ্যাথি'। সফটওয়্যারটি http://bit.ly/neEu9C থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। সফটওয়্যারটি ইনস্টল করার পর এটি বিভিন্ন অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ড দিতে সক্ষম হবে। এরপর কোনো অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ড দিতে হলে সফটওয়ারটির ব্রাউজ অপশন থেকে অ্যাপ্লিকেশনটির মূল এক্সিকিউটেবল ফাইলটি নির্বাচন করে দিতে হবে। এবার নিচে দুইবার পাসওয়ার্ড দিয়ে Protect বাটনে ক্লিক করলে ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্ট হবে। এরপর অ্যাপ্লিকেশনটি চালু করতে হলে পাসওয়ার্ড দরকার হবে। ফলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবে না। অ্যাপ্লিকেশনটি আনপ্রোটেক্ট করতে চাইলে অ্যামপেথি সফটওয়্যারটি চালু করে একইভাবে পাসওয়ার্ড দিয়ে Unprotect বাটনে ক্লিক করলেই হবে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে চলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন