বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১১

ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে খুব সহজেই রূপান্তর

মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে খুব সহজেই 


রূপান্তর করা সম্ভব। এমনকি বাংলা লেখাও হুবহু থাকবে, 


কোথাও ভেঙে যাবে না।

এর জন্য প্রয়োজন ‘ডুপিডিএফ’ নামের ৩.৯৯ মেগাবাইটের 


একটি সফটওয়্যার। সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করুন, 


http:// www.dopdf.com/quick-download.php ঠিকানা 


থেকে। সফটওয়্যারটি সঠিক নিয়মে আপনার কম্পিউটারে 


ইনস্টল করুন। এবার যে ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর 


করতে চান, সেই ওয়ার্ড ফাইলটি ওপেন করুন। এবার File এ 


গিয়ে Pৎint এ ক্লিক করুন অথবা কী-বোর্ডে Ctৎl+P চাপুন। 


এবার যে Pৎint উইন্ডো আসবে সেখানে Pৎinteৎ Name 


অপশনে doPDF নির্বাচন করে OK করুন। এবার যে উইন্ডো 


আসবে সেখানেও OK করুন। তৈরি হয়ে গেল আপনার 


পিডিএফ ফাইল। এবার যে ফোল্ডারে আপনার ওয়ার্ড ফাইলটি 


আছে, ঠিক সেই ফোল্ডারেই পেয়ে যাবেন একই নামের 


পিডিএফ ফাইল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন