ফায়ারফক্স ব্যবহার করে এক সাইটে একাধিক নিকে লগইন করতে নীচের পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
ডেস্কটপ থেকে ফায়ারফক্স শর্টকাটের উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে। নীচের ছবিতে দেখুন। Target বক্সে যা লেখা আছে তার শেষে একটি স্পেস দিয়ে -p -no-remote যোগ করুন। শেষে ওকে করে বের হয়ে আসুন।
এবার ফায়ারফক্স শর্টকাটের উপরে ডাবল ক্লিক করে ফায়ারফক্স চালু করুন। দেখবেন একটি প্রোফাইল এডিটর আসবে। এখান থেকে আপনি ফায়ারফক্স প্রোফাইল তৈরী ও এডিট করতে পারবেন।
প্রয়োজন মতো সংখ্যক প্রোফাইল তৈরী করুন। যে কোন ফায়ারফক্স প্রোফাইলের উপরে ডাবল ক্লিক করে সেটিকে চালু করুন। প্রতিটি প্রোফাইল আলাদা আলাদা সেসন ম্যানেজ করবে। ফলে যতগুলো সংখ্যক নিকে চান আপনি একটি সাইটে একইসাথে লগইন করতে পারবেন।
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন