উৎসর্গঃ রিয়াজ উদ্দিন - নাদিম ভাইকে; যিনি শয়নে, স্বপনে, জাগরনে ফটোগ্রাফী নিয়ে ভাবেন।
আমরা কি একটু ভেবে দেখেছি যে আমরা কত দিকে কত টাকা খরচ করছি? দামি মোবাইল, আড্ডা, ধূমপান (যাদের অভ্যাস আছে), কাপড় এই সবের পিছনে প্রতি বছর আমরা কত টাকা খরচ করছি তা কি আমরা হিসাব করে দেখেছি? শুধু ঈদে আমরা অনেক টাকা খরচ করি। এই সব অবশ্যই করব। কিন্তু এখান থেকে যদি কিছু টাকা জমা রাখতে পারি শুধু তা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনা যায়। ১৫,০০০-২০,০০০ টাকা বাজেট করলে দেখেশুনে একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনা যায়।
আমি অনেক নতুন ফটোগ্রাফার দেখেছি যারা সিদ্ধান্ত নিতে পারে না যে কোন ক্যামেরা তারা কিনবে। ওরা তখন দোকানদার, অন্য ফটোগ্রাফারদের সিদ্ধান্তে ক্যামেরা কিনে ফেলে। পরে দেখা যায় যে জিনিসটা সে চাইছে তা ওই ক্যামেরার মধ্যে নাই। একটা ক্যামেরা কিনার জন্য টাকা যোগার করতে যার ঘাম ছুটে যায় তার পক্ষে আগের ক্যামেরা বিক্রি করে আরো কিছু টাকা দিয়ে নতুন আর একটা কিনা প্রায় অসম্ভব হয়ে যায়। সব DSLR ক্যামেরা ভাল। কিন্তু এক একটার এক এক বৈশিষ্ঠ্য। এখানে আমি শুধু ১,০০,০০০ টাকার কম দামের NIKON আর CANON DSLR নিয়ে বলব।
NIKON এর ভাল দিক :
1. More sharp lens compare to CANON
2. Cheap price compare to CANON
3. Well build body
4. More user friendly
5. Large lens lineup
6. Suite for any type of weather
7. Made in Thailand
8. Easy use
CANON এর ভাল দিক :
1. Higher ISO compare to NIKON
2. Made in JAPAN
3. Large lens lineup
4. Feel more professional
5. A lot of dedicated key
6. Fantastic Color and white balance
7. More option compare to NIKON
8. Light weight compare to NIKON
9. Famous for "L" series lens
মনে রাখবেন, স্বল্প মূল্যের NIKON এ সব লেন্স Autofocus করেনা, কিন্তু CANON এ করে । বাঙলাদেশের আবহাওয়ার জন্য NIKON খুব ভাল। কড়া রোদে CANON মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। NIKON এর চাইতে CANON এর ছবির কালার অনেক ভাল হয়। প্রফেশনালরা এজন্য CANON খুব পছন্দ করে। সাদা রঙের CANON "L" series lens প্রফেশনালদের খুব প্রিয়। NIKON এর কমদামি লেন্স এর কোয়ালিটি CANON এর চাইতে অনেক ভাল। DSLR এ সব চাইতে বড় সীমাবদ্ধতা হচ্ছে ISO Noise আর Grain. এগুলো ভাল ছবিকে নষ্ট করে দেয়। এক্ষেত্রে CANON খুব ভাল। CANON এ ISO খুব বেশি কিন্তু Noise আর Grain অনেক কম। ক্যামেরার ISO পারফরমেন্স ভাল না হলে কম আলোতে ফ্লাশ ছাড়া ছবি তোলা আর না তোলা সমান। NIKON এর বডি CANON থেকে শক্ত।
এখন আপনি কি চাইছেন তার উপড় নির্ভর করবে কোনটা নিবেন। NIKON এর ছবি sharp বেশী, CANON এর ছবিতে কালার ভাল।
# আপনি কম দামে sharp আর ভাল কোয়ালিটির লেন্স, আবহাওয়া উপযোগী ক্যামেরা চাইলে NIKON এর দিকে যান।
# আপনি ছবিতে উন্নত মানের কালার, অসাধারণ ISO পারফমেন্স, বেশী dedicated key চাইলে CANON এর দিকে যান।
কিছু ক্যামেরার আনুমানিক মূল্য (টাকায়) দেওয়া হল :
1. 35,000 Tk = Canon EOS 1000D + Canon 18-55 IS lens
2. 35,000 Tk = NIKON D3000 + Nikon 18-55 VR lens
3. 42,000 Tk = Nikon D5000 + Nikon 18-55 VR lens
4. 50,000 Tk = Canon EOS 500D + Canon 18-55 IS lens
5. 50,000 Tk = Nikon D3100 + Nikon 18-55 VR lens
6. 57,000 Tk = Canon EOS 550D + 18-55 IS lens
7. 65,000 Tk = Canon EOS 50D + 18-55 IS lens
8. 74,000 Tk = Nikon D90 + 18-105mm lens
9. 82,000 Tk = Canon EOS 60D + Canon 18-55mm IS lens
10. 1,00,000 Tk = Canon EOD 7D + 18-55mm IS lens
এখানে শুধু ক্যামেরার বিভিন্ন বৈশিষ্ঠ্য নিয়ে বলা হল। লেন্স নিয়ে অন্য ব্লগে লিখবো ।
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন