রবিবার, ৫ জুন, ২০১১

ইচ্ছা মতো আপনার ছবির বেকগ্রাউন্ড পরিবর্তন করুন

Picture Cutout Guide নামের এই ছোট সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ছবির বেকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এমনকি এক জায়গার ছবি কেটে নিয়ে অন্য স্থানে জোড়া লাগাতে পারবেন। নিচের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন।

আগে 

 

পরে 

 

জোড়া লাগানোর পর

 

আগে

 

পরে

 

লেবু এখন গাছে আছে

 

কিন্তু ঐ লেবু এখন টেবিলে

 

আর এ সব কিছুই সম্ভব করেছে এই সফটওয়্যারটি।
সব চেয়ে ভাল খবর হলো ব্যবহার করা খুব সহজ। সাথে ভিডিও টিউটোরিয়াল আছে।
ডাউনলোড লিঙ্কঃ

Picture Cutout Guide 1.1 
এটি মাত্র 2MB। সাথে প্যাচ ফাইল আছে। ইন্সটল করার পর প্যাচ ফাইল ওপেন করে সফটওয়্যারটির EXE ফাইলটি দেখিয়ে দিন। ব্যস প্যাচ কম্পলিট। এখন যেকোন সিরিয়াল কী দিয়ে ফুল ভার্শন করে নিন।

আশা করি সবার কাজে লাগবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন