মঙ্গলবার, ৭ জুন, ২০১১

ভাল ছবির জন্য কোনটা বেশী গুরুত্বপূর্ণ? – ক্যামেরা নাকি লেন্স?

উৎসর্গঃ রিয়াজ উদ্দিন - নাদিম ভাইকে;  যিনি শয়নে, স্বপনে, জাগরনে ফটোগ্রাফী নিয়ে ভাবেন। 
Nikon D7000 + 18-105/3,5-5,6 VR
আমরা সবাই জানতাম, একটি ভালো কোয়ালিটির ছবির জন্য প্রয়োজন একটি ভালো মানের ক্যামেরা। এই ধারনা বহু বছর আগে পরিবর্তন হয়ে গেছে। এখন সবাই জানে, একটি ভালো কোয়ালিটির ছবির জন্য প্রয়োজন একটি ভালো মানের ক্যামেরা ও তার সাথে একটি ভালো মানের লেন্স। কিন্তু কোনটি বেশী গুরুত্বপূর্ণ? ভালো ক্যামেরা নাকি ভালো লেন্স? আনেকেই হয়তো বলে থাকবেন অবশ্যই ভালো মানের ক্যামেরা। আর ভালো মানের ক্যামেরার সাথে তো একটা কিট লেন্স দিয়ে দেয়। ওইটা দিয়ে তো খুব ভালো ছবি তোলা যায়। কিট লেন্সের সাথে খুব সুন্দর একটা UV Filter ফ্রি দিয়ে দেয়। আর সব লেন্সের ছবির কোয়ালিটি তো প্রায় কাছাকাছি। খালি চোখে ধরা যায় না। তার চাইতে বেশী দাম দিয়ে ক্যামেরা কিনলে বেশী megapixel এর সাথে আরো কত কিছু থাকবে। গত ৬ মাস আগে আমারো এই ধারণা ছিল। শুধু নতুনদের দোষ দিব না, আমি অনেক সিনিয়র ফটোগ্রাফার দেখেছি যারা এই দৌড়ে নতুনদের চাইতে খুব বেশী পিছিয়ে নাই।

Canon EOS 1D Mark IV

একটা কথা বলে রাখা ভালো, কিট লেন্সের সাথে যে UV Filter ফ্রি দেওয়া হয় ওইটা নকল। ওইটা আসলে Safety filter. আপনার লেন্সে যাতে ময়লা না পরে তাই এটা দেওয়া হয়। এটার মূল্য মাত্র ১০০ টাকা। মনে রাখবেন এই নকল filter আপনার ছবির কোয়ালিটি একটু হলেো কমিয়ে দিবে।  সাইজ আর কোয়ালিটির উপড় নির্ভর করে একটা অরিজিনাল UV filter এর মূল্য ৭০০-৩,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। 

শুনতে কষ্ট লাগলেও সত্যি কথা হচ্ছে, একটা ভালো মানের ছবির পিছনে ক্যামেরার অবদান খুব কম। যারা অনেক দাম দিয়ে ক্যামেরা কিনেছেন আর সাথে ব্যবহার করেন শুধু একটা কিট লেন্স, তাদের জন্য দু্ঃখ প্রকাশ করা ছাড়া  আর কিছু করার নাই। ক্যামেরার কাজ হচ্ছে অটোমেটিক্যালি অথবা আপনার করা settings অনুযায়ী exposure (Shutter, aperture, ISO, White balance, metering) এর মাধ্যমে ছবিটা sensor থেকে memory card এ Transfer করা। আর বর্তমান কালের সব ক্যামেরায় এইসব থাকে। তাহলে ভালো ছবির জন্য একটা ক্যামেরার সাথে আর একটার পার্থক্য কোথায়? অনেক পার্থক্য আছে। যেমন : Body type, Technology, Sensor type (1x, 1.3x, 1.6x), Processor type, In camera processing feature, ISO range, Noise reduction system etc……) এত পার্থক্য দেখে যে কেউ বলবে এগুলোই তো অনেক কিছু ভালো ছবি তোলার জন্য। ধারণটা অনেকাংশে ভুল। এক ক্যামেরা থেকে অন্য ক্যামেরার মধ্যে মূল পার্থক্য হচ্ছে Color reproduction system। এই Color reproduction এর কাজ করে মূলত Processor। Sensor তাকে এ কাজে সাহায্য করে। একটা ছবি যখন লেন্সের মাধ্যমে ক্যামেরায় আসে তখন তা Sensor এ এসে পরে। Sensor তা RAW আকারে ধারণ করে Processor এ পাঠায়। Processor তখন Metering আর White balance অনুযায়ী তা গ্রহণ করে। তারপর ছবিটাকে লক্ষ লক্ষ Pixel এ ভাগ করে তার color rearrange/reproduction করে। সম্পূর্ণ ছবিটা color দিয়ে এডিট করা হয় এই সময়। সব কাজ শেষ হলে processor তা Memory card এ Transfer করে। তারপর আমরা ছবিটা মেমরি থেকে দেখতে পারি, কপি/ডিলিট করতে পারি। Processing এত তাড়াতাড়ি হয় যে তার মিলিসেকেন্ডের মধ্যে মেমরিতে চলে আসে। এই হচ্ছে সহজ ভাষায় বর্তমান DSLR ক্যামেরার কার্যপ্রণালী। এজন্য Canon ক্যামেরার color অন্য যেকোন ক্যামেরা কোম্পানী থেকে ভালো। এখন পর্যন্ত Canon এর Processor কে পৃথিবীর সবচাইতে Advance processor বলা হয়। Canon বর্তমানে সব ক্যামেরায় DIGIC IV processor ব্যবহার করে থাকে।

একবার ভেবে দেখুন তো, যখন চোখে ছানি পরে তখন কেন সব ঝাপসা দেখা যায়? কারণ চোখ ঝাপসা বলে আপনি যা দেখছেন তা আপনার মস্তিস্কে ঝাপসা ভাবে উপস্থাপন হচ্ছে। ক্যামেরাকে মস্তিস্ক আর লেন্সকে মানব চোখের সাথে তুলনা করুন। লেন্স দিয়ে যদি ছবি পরিষ্কারভাবে এবং বাস্তবের মত হবহু প্রবেশ করতে না পারে তাহলে আপনার ক্যামেরা যত দামী হোক তা ছবিটাকে কখনো পরিষ্কার করে save করতে পারবে না। কিন্তু যদি আপনার ক্যামেরা বাজারের সব চাইতে কম দামী হয় যা color rearrange/reproduction খুব দূর্বলভাবে করে save করছে তখন আপনি কি করবেন। Editing software আপনাকে অনেক স্বধীনতা দিয়ে এইসব Limitation দূর করেছে। আপনি খুব সহজে ছবিটা Edit করে কালার ঠিক করে ফেলতে পারবেন। কিন্তু দূর্বল সস্তা লেন্সের কারনে যদি ছবিটা unsharp এবং ভুলভাবে ক্যামেরায় প্রবেশ করে তখন আপনি তা আর ঠিক করতে পারবেন না। পারলেও তা খুব সিমীত আকারে। তাহলে কি ভালো ক্যামেরার দরকার নাই? অবশ্যই আছে। ভালো ক্যামেরা আপনাকে ভালো কাজের জন্য সাপোর্ট দিবে। কিন্তু লেন্সের প্রাধান্য বেশী।

কিট লেন্স হচ্ছে খুব Lower grade এর লেন্স। এগুলো থেকে কখনো প্রফেসনাল কোয়ালিটি আশা করবেন না। আর কখনো Focal length বেশী দেখে আর কিছু চিন্তা না করে লেন্স কিনবেন না। সবচাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে একটা Wide, একটা Tele, আর একটা Prime lens রাখা। ভালো সাপোর্ট চাইলে 18-200mm এই টাইপ লেন্স কিনবেন না। বাজেট খুব বেশী থাকলে Nikon ব্যবহারকারীরা G series আর Canon ব্যবহারকারীরা L series লেন্স কিনতে পারেন। মেটাল বডির লেন্সগুলোর Sharpness খুব ভালো হয়। Canon এর চাইতে Nikon লেন্সের Sharpness বেশী।

Canon EF-S 55-250/4,0-5,6 IS

এই Post থেকে আমি শুধু একটা জিনিস বুঝানোর চেষ্টা করেছি, দামী ক্যামেরা না কিনে দামী লেন্স কিনার চেষ্টা করুন। অনেক ভালো ফল পাবেন।

২টি মন্তব্য:

  1. আমি nikon এর ক্যামেরা কিনতে চাচ্ছি । কিন্তু লেন্স ব্যবহার করা যাবে এমন একটা মডেল বললে উপকৃত হব ।

    উত্তরমুছুন