শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১১

বাংলায় উইন্ডোজ এবং ফেসবুক

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট ভাষা ইংরেজি। কম্পিউটারের কমান্ডগুলোও তাই কেবল ইংরেজিতেই দিতে হয়। তবে চাইলে বাংলাতেও কমান্ড দেওয়া যায়। চাইলে কম্পিউটারের অপারেটিং সিস্টেমসের ভাষা সহজেই বাংলা করে নিতে পারেন। উইন্ডোজ ভিসতা এবং অফিস ২০০৭-এর বাংলা সংস্করণ বেরিয়েছে অনেক আগেই। মাইক্রোসফটের স্থানীয় ভাষা কর্মসূচির আওতায় ভিসতা এবং অফিস ২০০৭ সংস্করণে বাংলা অনুবাদকরণের এ ফিচারটি চালু করা হয়েছে। উইন্ডোজকে বাংলাকরণে মাইক্রোসফটকে সহায়তা করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বা বিসিসি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। উইন্ডোজ ভিসতা ব্যবহারকারীরা প্রথমে http://bit.ly/hZI4MT ঠিকানার ওয়েবসাইট থেকে বাংলা ভাষার জন্য তৈরি মাইক্রোসফট ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস প্যাক ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এটি কম্পিউটারে ইনস্টল করে নিলেই হলো। বাংলায় চলে আসবে সব অপশন। উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন? তাতে কি, এটিও বাংলা করে নিতে পারবেন সহজে। মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন এখন বাংলায় ব্যবহার করতে পারবেন। তেমন কিছুই করতে হবে না। শুধু একটি ছোট্ট সফটওয়্যার ইনস্টল করলেই হলো। উইন্ডোজ সেভেন বাংলায় অনুবাদ হয়ে যাবে। http://bit.ly/win7bn থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। সামাজিক যোগাযোগটাও বাংলায় করা যেতে পারে সহজেই। বাংলায় স্ট্যাটাস লেখা আর মন্তব্য যুক্ত করার পাশাপাশি এর অপশনগুলোও বাংলায় করে নেওয়া যাবে। এর জন্য একটু সেটিংস পরিবর্তন করে নিতে হবে ব্যবহারকারীদের। ফেসবুকে লগ-ইন করে www.facebook.com/translations ঠিকানায় যেতে হবে। পেজের বামপাশে বেশকিছু অপশন পাওয়া যাবে। সেখান থেকে Preferences ক্লিক করতে হবে। এবার Translations App Language লেখার ড্রপডাউন বক্স থেকে 'বাংলা' নির্বাচন করে Update Preferences ক্লিক করতে হবে। এরপর ফেসবুক চ্যাটবক্সের বামপাশে অনুবাদের একটি ট্যাব দেখা যাবে। সেখান থেকেও বাংলা নির্বাচন করে নিতে হবে। ফেসবুকের সব অপশন মুহূর্তেই বাংলা হয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন