রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১১

মোবাইল দিয়ে মডেম বানানোর উপায়

মোবাইল দিয়ে মডেম বানানো পদ্ধতি

প্রথমে লাগবে যেকোনো ইন্টারনেট ও
ব্লুটুথ সার্পোটেড নকিয়া সেট এবং
একটি ব্লুটুথ ডিভাইসঃ
এ বার দেখুন কিভাবে এটিকে মডেম হিসাবে ব্যবহার করবেন :
প্রথমে আপনার পিসিতে আপনার ব্লুটুখ ডিভাইসটি লাগান । তারপর নিচের চিত্রের মত Taskbar এ ব্লুটুথ চিহ্নটি দেখতে পাবেন এটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করে Add a Bluetooth Device ক্লিক করুন ।
তারপর আপনার মোবাইলে ব্লুথট ডিভাইসটি চালু করুন । এবং নিচের চিত্রের মত Next বাটনে ক্লিক করুন ।
if53q8 মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় । | Techtunes
তারপর আপনার ব্লুটুথ ডিভাইসটি আপনার পিসি খুজবে খুজা শেষ হলে নিচের চিত্রের মত আসবে আপনি Next বাটনে ক্লিক করুন :
25ibu2u মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় । | Techtunes
তারপর একটা Passkey দেন আমি ১ দিয়েছি :
30c8z6b মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় । | Techtunes
তারপর আপনার মোবাইলে আবার আপনার দেয়া Passkey টি দেন এবং Next বাটনে ক্লিক করুন ।
8xn4wp মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় । | Techtunes
সর্বশেষ Finish বাটনে ক্লিক করুন ।
v5zqrn মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় । | Techtunes
এই ধাপ গুলো শেষ হওয়ার পর Nokia পিসিসুইট সফটওয়্যারটি ইনষ্টল করুন ।ইনষ্টল হয়ে যাবার পর নিচের চিত্রের মত Click Here to Connected এ ক্লিক করুন তারপর একটি ব্লক্স আসবে এতে Next বাটনে ক্লিক করুন ।
339ovba মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় । | Techtunes
তারপর ব্লুটুথ কানেকশন এ ক্লিক করুন এবং নেক্সট দিন ।
bjajwm মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় । | Techtunes
তারপর যা আসে সবগুলোতে নেক্সট সিলেক্ট করুন এবং নিচের চিত্রের মত ইন্টারনেট কানেক্ট দেন ।
28cj90k মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় । | Techtunes
এবার চিত্রের মত আসবে :
5wx9hj মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় । | Techtunes
এটা আসার পর সেটিং চিহ্নটিতে কীক্ল করুন এবার নেক্সট তীর চিহ্নটিতে চাপুন তারপর আপনি যে মোবাইল অপারেটরের সেবা গ্রহন করছেন সেটি সিলেক্ট করে ok ক্লীক করুন (যদি বাংলালিংক অপারেটরের সেবা গ্রহন করে থাকেন সেক্ষেত্রে ম্যানুয়াল সেটিং করতে হবে.এজন্য আপনার কাষ্টমার ম্যানেজারের সাথে কথা বলুন)
5wx9hj মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় । | Techtunes ব্যস হয়ে গেল ।এবার Nokia pc suite ওপেন করে ইন্টারনেট কানেক্ট করে উপভোগ করুন ইন্টারনেট সেবা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন