মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১১

প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে নিরাপদে রাখুন আপনার পিসি

প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে নিরাপদে রাখুন আপনার পিসি, অফিস বা শিক্ষা-প্রতিষ্ঠানে আমরা এমনটা সচরাচরই দেখি। সাধারন ইউজার একাউন্ট দিয়ে ইন্টারনেট ব্যবহার বা কোন প্রোগ্রাম ইন্সটল-আনইন্সটল কিছুই করা যায় না। তেমনি বাসাতেই এমনটা আপনার দরকার হতেই পারে। আপনার সন্তান বা ছোটো ভাই-বোন যাতে অতিরিক্ত বেশি সময় পিসি ব্যবহার না করতে পারে সে ব্যবস্থাকে সহজ করার জন্য উইন্ডোজ সেভেনে প্যারেন্টাল কন্ট্রোলকে আরো কার্যকরীভাবে উপস্থাপন করা হয়েছে। সে সম্পর্কেই আপনাদের ধারণা দিব এখন।
ধরে নিচ্ছি আপনি কম্পিটারের মেইন ইউজার বা এডমিনিস্ট্রেটর। এখন প্রথমে আপনাকে একটি নতুন ইউজার একাউন্ট খুলতে হবে। এজন্য-
  • কন্ট্রোল প্যানেল থেকে ইউজার একাউন্টস-এ যান।
  • ম্যানেজ এনাদার একাউন্ট-এ ক্লিক করুন।
প্যারেন্টাল কন্ট্রোল
প্যারেন্টাল কন্ট্রোল ছবি-১
  • ক্রিয়েট এ নিউ একাউন্ট-এ ক্লিক করুন। একাউন্টটির নাম দিন। স্টান্ডার্ড ইউজার অপশন নির্বাচন করে ক্রিয়েট একাউন্টে ক্লিক করুন।
  • আপনার নতুন ইউজার একাউন্ট বানাবার কাজ শেষ। এখন এই একাউন্টে আমরা প্যারেন্টাল কন্ট্রোল এপ্লাই করব।
  • এজন্য ম্যানেজ ইউজার একাউন্ট থেকে সেট আপ প্যারেন্টাল কন্ট্রোলস-এ ক্লিক করুন।
  • নতুন একাউন্টটিতে ক্লিক করুন। এক্ষেত্রে আপনার এডমিনিস্ট্রেটর একাউন্টে কোন পাসওয়ার্ড দেয়া না থাকলে উইন্ডোজ সেখানে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড প্রবেশ করিয়ে পরের অপশনে চলে যান।
  • সেট আপ থেকে প্যারেন্টাল কন্ট্রোল অন করে দিন।
  • এবারে আপনি ৩ ধরণের কন্ট্রোল অপশন পাবেন। টাইম লিমিট, গেমস এবং প্রোগ্রামস।
  • প্রথমেই টাইম লিমিটে প্রবেশ করুন। এখানে আপনি সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা লাইন-কলাম আকারে মোট ১৬৮টি ঘর দেখতে পাবেন। যে যে সময়ে আপনি কম্পিউটারে লগিন বন্ধ রাখতে চান সেই ঘরে ক্লিক করুন। আমি এখানে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত ১২টা থেকে সকাল ৭টা এবং সপ্তাহের ৭ দিনই সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত লগিন বন্ধ করেছি। আশা করি বুঝতে পারছেন কিভাবে এটি কাজ করবে, আপনার প্রয়োজন মতো সময় নির্বাচন করুন। ওকে করুন।
    প্যারেন্টাল কন্ট্রোল
  • এবারে গেমস সেটিংস। আপনি চাইলে সব গেমস বন্ধ করে রাখতে পারেন অথবা রেটিং এর ভিত্তিতে কিছুকিছু গেমস বন্ধ করে দিতে পারেন। সবটাই আপনার হাতে!
  • এবারে প্রোগ্রামস সেটিংস। এতে ক্লিক করলেই প্রথমে জানতে চাওয়া হবে এই ইউজার কি সব প্রোগ্রাম ব্যবহার করতে পারবে না কিনা। উত্তর নেতিবাচক হলে ২য় অপশন নির্বাচিত করে ওকে করুন। উইন্ডোজ কম্পিউটারে ইন্সটল করা সব প্রোগ্রাম আপনাকে দেখাবে। এখানে কোন প্রোগ্রামে টিক দিলেই সেটি এই ইউজারের জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর কাংখিত কোন প্রোগ্রাম বা গেমস যদি লিস্টে না পান তাহলে আপনি সেটিকে ব্রাউজ করেও দেখিয়ে দিতে পারবেন। ওকে করুন। ছবি-১০৭প্যারেন্টাল কন্ট্রোল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন