মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০১০

ডাউনলোড করুন এভিরা এন্টিভাইরাস প্রিমিয়াম একদম ফ্রি!!


ভাইরাসের সাথে দ্বন্দ আমাদের সারা জীবনের। যারা কম্পিউটার না, এখন একটু উন্নত মোবাইল ব্যবহার করছেন তারাও একটা ভাল এন্টিভাইরাসের খুঁজে দৌড়াতে থাকেন। সবার মটো- “আমার কম্পিউটার/ডিভাইসটি থাকুক ভাইরাস মুক্ত”। কিন্তু ক’জন পারেন তাদের কম্পিউটার/ডিভাইসটিকে সম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত রাখতে। বিশেষ করে,
আমরা যারা বাঙ্গালী, তাদের পক্ষে একটা ভাল কনফিগারেশনের কম্পিউটার কিনতেই হিমশিম খেতে হয় এর মধ্যে আবার এত দাম দিয়ে লাইসেন্সপ্রাপ্ত একটা এন্টিভাইরাস কিনে ব্যবহার করা তো  “মরার উপর খরার ঘা” এর মত। আর ফ্রি যেসব এন্টিভাইরাস আছে যেমন-
কিন্তু এন্টিভাইরাসের মত এত বড় একটা প্রোগ্রামের মালিক হয়ে তারা পাবলিকের সাথে বিজনেস করবে না তাই কি হয়। আর সেজন্যেই ফ্রি ভার্সনগুলোতে থাকে লিমিটেশনের শেকল। প্রিমিয়াম ভার্সনগুলোর দাম আকাশচুম্বী। এই আকাশচুম্বী দাম আর আমাদের মত সাধারণ ব্যবহারকারীদের কথা চিন্তা করেই আমি আজকের এই ব্লগ লিখতে বসলাম।
এভিরা এন্টিভাইরাস আমরা অনেকেই ব্যবহার করি। বিশেষ করে লোয়ার কনফিগারেশনের পিসিগুলোর জন্য এভিরার চাইতে পারফেক্ট এন্টিভাইরাস মনেহয় আর হয় না। এভিরার প্রোটেকশনও ভাল এবং খুব হালকা একটা এন্টিভাইরাস। তাই এটি যেকোন কনফিগারেশনের পিসিতে নিজের স্থান আপন করে নিতে পারে। এত পিসির গতি কমে যাওয়ার কোন সম্ভাবনা থাকে না বললেই চলে।
সব ব্লগার ভাইদের জন্য এবং বিডিপালসের সৌজন্যে এক্ষুণি ডাউনলোড করুন- (ডাউনলোডে সমস্যা হলে কিংবা যেকোন সমস্যায় আমাকে জানাবেন-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন