মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০১০

উইন্ডোজ ৭ রেডিবুস্ট দিয়ে পিসির গতি বাড়ান

কম্পিউটার দুই ধরনের মেমোরি ব্যবহার করে চলার সময়। একটা হচ্ছে হার্ডডিস্ক ও অপরটি হচ্ছে RAM। দুইটার পার্থক্য হচ্ছে RAM  শুধু কম্পিউটার চলার সময় তথ্য জমা রাখতে পারে, পাওয়ার চলে গেলে সব তথ্য মুছে যায় কিন্তু হার্ডডিস্কের ক্ষেত্রে তা হয় না। কিন্তু RAM হর্ডডিস্ক অপেকক্ষা  অনেক দ্রুতগতিতে ডাটা ট্রান্সফার পারে বলে কম্পিউটা কাজ করার সময় RAM-কে ব্যবহার করে। আপনি ইচ্ছে করলে আপনার এক্সটারনাল মেমোরি ডিভাইস (পেন ড্রাইভ, মেমোরী কার্ড ইত্যাদি) দ্বারা উইন্ডোজ ৭-এর রেডিবুষ্ট দিয়ে RAM হিসেবে ব্যবহার করে আপনার পিসির গতি বাড়িয়ে নিতে পারেন। কাজটি করার জন্য আপনার মেমোরিটি ডিভাইসটি ইউএসবি পোর্টে লাগান। আউটপুট মেমোরির উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজে ক্লিক করুন। সেখানে তিনটি অপশন দেখা যাবে। সেখান থেকে দ্বিতীয় অথবা তৃতীয় অপশনটি নির্বাচন করতে হবে।

  • প্রথমটির অর্থ ডিভাইসটির মেমোরি রেডিবুস্ট ব্যবহার করবে না
  • দ্বিতীয়টির অর্থ ডিভাইসটির মেমোরি রেডিবুস্ট সম্পূর্ন ব্যবহার করবে
  • তৃতীয়টির অর্থ ডিভাইসটি থেকে আপনি যতটুক মেমোরি নির্ধারন করে দিবেন রেডিবুস্ট ততুটুকই ব্যবহার করবে
অপশন নির্বাচন করার পর OK করেদিন, তাহলেই রেডিবুস্ট কাজ করা শুরু করবে।
অপশন নির্বাচন করার ক্ষেত্রে আমি মনে করি তৃতীয় অপশনটি নির্বাচন করাটাই হবে বুদ্ধিমানের কাজ। কারন, এর মাধ্যমে আপনার ইচ্ছেমত মেমোরি উইনন্ডোজকে ব্যবহারের জন্য দিতে পারবেন। এরজন্য আপনাকে নিচের Space to reserve for system speed থেকে আপনার ইচ্ছেমত মেমোরি নির্বাচন করতে হবে।
আপনি চাইলে হাই পারফরম্যান্স কাজ করার সময় যেকোন অপশন নির্বাচন করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন