মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০১০

ল্যাপটপের ব্যাটারী সমস্যা …?

ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য কমন একটা সমস্যা ব্যাটারী সমস্যা। সমাধান খোঁজতে গিয়ে একটা এপ্লিকেশন পেলাম। কিছু কিছু এপ্লিকেশন আসলেই খুব গুরুত্বপূর্ণ।
আমার ল্যাপটপটি নিয়ে কিছুদিন খুবই সমস্যায় ছিলাম। এটার চার্জিং নিয়ে কিছু সমস্যা ছিল। বুঝতে পারিনি সমস্যাটা কি। এটার সলিউশন নিয়া সার্চ করে ভালো একটা সফটওয়্যার পেলাম এবং ব্যবহার করে মারাত্নক উপকৃত হয়েছি। সফট্‌ওয়্যারটির নাম ব্যাটারীমন (BatteryMon) এর কাজ শুধু ল্যাপটপের ব্যাটারী নিয়ে। যেমন ধরুন- ল্যাপটপটি কেমন হারে চার্জ খরচ করছে, আমার ব্যাটারীর মডেল নং কত, এর ক্যাপাসিটি দিন দিন কত হারে কমছে,চার্জ রেট কত ইত্যাদি। সব মিলিয়ে আমার মনে হয় এটি সকল ল্যাপটপ ব্যবহারকারীর অত্যন্ত প্রয়োজন, অন্তত: ব্যাটারীর যত্ন নিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন