MS word এ বিজয় বাংলায় লেখো সরাসরি ব্লগে পেস্ট করা যায়না। তাহলে কিভাবে আপনি আবার ব্লগে টাইপ না করে MS word এর লেখা আমাদের সাথে share করবেন? এই পদ্ধতি অনুসরণ করুন।
১। আপনার MS word এর লেখা গুলো কপি করুন
২। এই সাইটে http://thpbd.org/bangla/v3.0/index.html খালি ঘরে পেস্ট করে দিন।
৩। নিচের "convert and display in unicode" বাটন এ ক্লিক করুন।
৪। আপনার লেখার unicode ভার্শন টা ভেসে উঠবে নতুন পর্দায়। নতুন পর্দা থেকে আবার copy করে ব্লগে paste করুন।
অথবা
http://www.sonarbangladesh.com/converter.php
থেকে কর্নভার্ট করে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন