বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

ইন্টারনেটের স্পিড বাড়ান (মজিলা ফায়ারফক্স )

১.মজিলা ওপেন করে এড্রেসবারে টাইপ করুন about:config enter দিন একটা লিখা আসে এরকম "i will be careful, i promise" OK দিয়ে ভিতরে ঢুকুন।

২. উপরে লিখা আছে "filter" পাশে একটু খালি জায়গা লিখার জন্য, তাই না? ঐ খালি জায়গায় লিখুন network.http.

৩। এখন নিচের কাজ গুলো করুন
•network.http.pipelining: ডাবল ক্লিক এটাকে true করে দিন।
•network.http.proxy.pipelining: ডাবল ক্লিক এটাকে true করে দিন।
•network.http.pipelining.maxrequests: ডাবল ক্লিক করে 8 করে দিন।
•network.http.max-connections: ডাবল ক্লিক করে 96 করে দিন।
•network.http.max-connections-per-server: ডাবল ক্লিক করে 32 করে দিন।

৪। আমরা অনেক সময় বড় বড় ফাইল ডাউনলোড করলে এন্টি ভাইরাস সেটা স্কেন করা শুরু করে, সেটা বন্ধ করতে চাইলে filter এর জায়গায় এটা লিখে খুজে বের করে ডাবল ক্লিক করে এটার মান false করে দিন।
browser.download.manager.scanWhenDone

৫। যে  লিংকে ক্লিক করলে নিউ টেব আসবে, এমন করতে চাইলে, এটা খুজে true করে দিন।
browser.search.openintab

৬। ফায়ারফক্স সব গুলো লাইনে স্পেল চেক করে না, যদি চান সব গুলো টেক্সট বক্সে স্পেল চেক করুক তাহলে
layout.spellcheckDefault খুজে ডাবল ক্লিক করে 2 করে দিন

৭। source code যদি নতুন নিজের ইচ্ছা মত এডিটরে দেখতে চান খুজে বের করুন view_source.editor.external তারপর true করে দিন, এখন এটা বের করে view_source.editor.path বলে দিন আপনে কিসের দ্বারা  ওপেন করতে চান। যেমন নোটপেড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন