আপনি সারা জীবন কম্পিউটারের কথামত চলেন। তার উপর মাতব্বরী করতে পারেন না। স্টার্ট হতে যতক্ষন সময় নেয় তার ইচ্ছার উপর নির্ভর করে অপেক্ষা করতে হয়। আবার বন্ধ করতে হয় তার গায়ে হাত বুলিয়ে। অনেক সময় বিশেষ করে শীতকালে কোন সূন্দর ভিডিও বা অন্য কিছু স্টার্ট করে লেপের নিচে গিয়ে দেখছেন। কম্পিউটার বন্ধ করার জন্য আবার লেপের নিচ থেকে বের হওয়া আসলেই খুবই কষ্টকর। আপনি কি চান, যে আপনার কম্পিউটার নির্দিষ্ট সময় পর বন্ধ হবে? আপনার কথামত চলবে? তাহলে, আপনাকে নিচের সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে। ইন্সটল ও লাগবে না। শুধু ওপেন করে টাইম দিয়ে দেবেন। সেই টাইম অনুযায়ী এটা বন্ধ হয়ে যাবে। আপনি চান ২ ঘন্টা ২ মিনিট ২ সেকেন্ড পর কম্পিউটার বন্ধ করতে তাহলে, ঘন্টার স্থানে ২ মিনিটের স্থানে ২ এবং সেকেন্ডের স্থানে ২ দিয়ে স্টার্ট -এ ক্লিক দেন। দেখবেন ঠিকই ২ ঘন্টা ২ মিনিট ২ সেকেন্ড পর কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এটা অনেক কাজে ব্যবহার করা যায় কিন্তু। অনেক সময় দেখা যায় অবাঞ্চিত কেউ কম্পিউটার ইউজ করছে। তখন তার চোখকে ফাকি দিয়ে এটার টাইম সেট করে দিলেন। অমনি সেটা সময়মত বন্ধ হয়ে যাবে। তাহলে, আর দেরী কেন? এক্ষুনি এটা ডাউনলোড করে নেন। নিচের লিঙ্ক থেকে। কম্পিউটার স্টপ সফটওয়্যার সফটের সাইজ খুব ছোট্ট। মাত্র ১১৬ কেবি। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন