বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

কোন ওয়েব ব্লক করতে চান?

"বন্ধুরা,
আমি একটি বিপদে পড়েছি, আমার ছোট বোন ফেসবুক ম্যানিয়াতে বর্তমান অর্ধপাগল প্রায়।
এ মুহুর্তে আমি আমার কম্পিউটার কে ফেসবুক বন্ধ করতে হবে।
দয়া করে কেউ যদি আমাকে একটি সমাধান দেন তবে বড়ই উপকৃত হবো।" 


..........এ রকম আবেদন আজকাল প্রা্য়ই শোনা যায়, দেখা যায়; আর এর জন্য আপনি কম্পউটারে  ফ্রী সফটওয়ার ব্লুকোট কে-৯ ব্যবহার করতে পারেন।
http://www1.k9webprotection.com/get-k9-web-protection-free

    অথবা, কন্ট্রোল প্যানেলে গিয়ে internet option এ যান .
. . উপরে privacy tab এ click করুন নিচে sites নামের একটি বাটান পাবেন . . . click করুন ... যে website block করতে চান সেটি টাইপ করে এ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসুন। ঐ সাইটটি এখন আর ব্রাউজ করা যাবে না আপনার কম্পিউটার থেকে।

1 টি মন্তব্য:

  1. Hello, I have been visiting your blog. ¡Congratulations for your work, good luck with your blog! I invite you to visit my blogs about literature, philosophy and films:
    http://vniversitas.over-blog.es
    http://carpe-diem-agc.blogspot.com/
    http://alvaro-alvarogomezcastro.blogspot.com/

    Greetings from Santa Marta, Colombia

    উত্তরমুছুন