
আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম Connectify Pro 3.4 নিয়ে একদম আপডেট ভার্ষন। আমরা যারা ব্রডব্যন্ডের লাইন ইউস করি পিসিতে লাগিয়ে তখন এক জাইগা থেকে আরেক জাইগাই যাওয়া যায়না । ধরেন আপনার বাসায় ৫ জন বন্ধু এলো তাদের ল্যাপটপ আছে কিন্তু আপনি একটা লাইন তো আর ৫ জনকে দিতে পারবেন না । যদি এইটা থাকে তাহলে একসাথে সবাইকে চমকিয়ে দিতে পারেন। আর এইজন্য আপনার কোন কিছুই করা লাগবেনা শুধু সফ্টওয়ারটা খুলে কানেক্ট দিয়ে দিল্ই হয়ে গেলো আপনার ওয়াইফাই হটস্পট। আবার আপনি আপনার নাম দিতে পারেন , পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন আরো অনেক কিছু। কিন্তু মনে মনে ভাবছেন কত বড় হবে? মাত্র ১৪ এমবি আর ডাউনলোড করে নিন মিডিয়াফায়ার থেকে।
পাসওয়ার্ড: tunerworldbd.com
সৌজন্যঃ tunerworldbd, UNTRACEABLE.eXe
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন