বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

Windows XP অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারটি ওয়্যারলেস রাউটার ছাড়াই রাউটারে পরিনত করুন!!!




প্রথমে Start থেকে Control Panel এ যান।




Network and Internet Connections এ ডাবল ক্লিক করুন।উপরের চিত্রটি লক্ষ করুন।নিচের চিত্রটির একটি উইন্ডো ওপেন হবে


উপরে লাল মার্কিং দ্বারা চিহ্নিত wireless network connection এর উপর মাউসের পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করুন একটি মেনু প্রদর্শিত হবে মেনুর একদম নিচের দিকে Properties এ ক্লিক করুন। Wireless Network Connection Properties নামে একটি ডায়ালগ বক্স আসবে নিচের স্কিন শটটি লক্ষ করুন।


লাল মার্কিং করা Wireless Networks ট্যাবে ক্লিক করুন। অতপর
Wireless Networks ট্যাবের, Preferred networks, এর লাল-হলুদ মার্কিং করা Add… বাটনে ক্লিক করুন, নিচের স্কিন শটটির মতো wireless network Properties নামে একটি ডায়ালগ বক্স আসবে।


Wireless network properties এর ডায়ালগ বক্সের Association ট্যাব এ এড হক নেটওয়ার্কের নাম লিখতে হবে। যেমন- My Home Network.
Network keyতে আপনার ইচ্ছে মতো ৮ডিজিটের একটি Network key টাইপ করুন এবং নিচের বক্সে Network key আরেকবার দিয়ে কনফার্ম করে নিন। This is a computer-to-computer (ad hoc) network চেক বক্সটিতে টিক দিয়ে
OK তে ক্লিক করে সেভ করুন। (The key is provided for me automatically চেক বক্সটিতে টিক দিবেন না।) আপনার কম্পিউটারে নেটওয়ার্ক সেটআপ সম্পূর্ণ হয়েছে, এবার অন্যান্য কম্পিউটারগুলো একই প্রকৃয়ায় সেটআপ করুন। Windows XP সয়ংক্রিয়ভাবে কাছের অন্যান্য কম্পিউটারের ওয়্যারলেস ডিভাইজ খুজে পায়, সুতরাং অন্য কম্পিউটারগুলোতে একই প্রকৃয়ায় নেটওয়ার্ক সেটআপ করলেই ওয়্যালেস নেটওয়ার্ক চালু হয়ে যাবে।
নিচের স্কিন শটটি লক্ষ করুন।


লাল বৃত্তদ্বারা চিহ্নিত ওয়্যালেস নেটওয়ার্ক লোগোতে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করুন একটি মেনু প্রদর্শিত হবে মেনুর নিচের দিকে View Available Wireless Network এ ক্লিক করুন নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।নিচের স্কিন শটটি লক্ষ করুন।


My Home Network সিলেক্ট করে Connect এ ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি Network key বক্স আসবে।নিচের স্কিন শটটি লক্ষ করুন।


Network key টেক্স বক্সে আপনার Network key টাইপ করে কানেক্ট এ ক্লিক করুন এবং এনজয় করুন এডহক ওয়ারলেস্ নেটওয়ার্ক!!!ধন্যবাদ।

বি:দ্র: এই সুবিধাটি পেতে হলে কম্পিউটারে অবশ্যই wireless network বা Wi Fi থাকতে হবে, উক্ত কানেকশনটি রুমের ভিতরে ভাল কাজ করে, এ নেটওয়ার্কের এরিয়া সর্বউচ্চ ১০০ মিটারের বেশি নয়।
এই পোস্টটি শুধু মাত্র Windows XP অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য। 

সুত্রঃ সোহানা চৌধুরী ইলমা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন