প্রথমে আমাদের নেটওয়াকিং এর জন্য দুই ধরণের ক্যাবলের যেকোন এক ধরণের ক্যাবল বেছে নিতে হবে। দুই ধরণের ক্যাবলের মধ্যে হচ্ছে (১) ক্রস ক্যাবল (২) টুইস্টেড পেয়ার ক্যাবল। দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং করতে হলে আপনাকে ক্রস ক্যাবলের সাহায্য নিতে হবে, এবং একাধিক কম্পিউটারের সাথে নেটওয়াকিং সম্পর্ক তৈরী করার জন্য আপনাকে টুইস্টেড পেয়ার ক্যাবল এবং একটি সুইচ ব্যবহার করতে হবে,যাতে দুইয়ের অধিক ল্যান পোর্ট থাকে । প্রথমে ক্যাবলের দুই প্রান্তে দুটি আরজে ৪৫ কানেক্টর সংযোগ করে দুই কম্পিউটারের পিছনে ল্যান পোর্টে অথবা নেটওয়ার্ক সুইসের সাথ সংযোগ করে নিন, আতপর মাই কম্পিউটারে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করে Properties এ যেতে হবে। নিচের স্কিন শটটি লক্ষ করুন।

উপরের স্কিন শটে হলুদ মার্কিং করা Change Settings এ ক্লিক করুন, নিচের স্কিন শটটির মতো একটি একটি উইন্ডো আসবে।

উপরে হলুদ মার্কিং করা স্থান গুলো লক্ষ করুন, computer description এ আপনার নাম লিখুন, Network ID তে ক্লিক করুন, নিচের উইন্ডোটির মতো একটি উইন্ডো আসবে।

লাল মার্কিং করা রেডিও বাটনটিতে ক্লিক করুন। Next দিন,নিচের উইন্ডোটির মতো একটি উইন্ডো আসবে।

Finish এ ক্লিক করুন।আপনার কম্পিউটারটি রিস্ট্রার্ট করার জন্য নিচের স্কিন শটটির মতো একটি একটি উইন্ডো আসবে।

Restart Now তে ক্লিক করে আপনার কম্পিউটারটি Restart করুন।
পূনরায় কম্পিউটারটি ওপেন হলে start এ ক্লিক করে Contorl panel এ প্রবেশ করুন।নিচের স্কিন শটটি লক্ষ করুন।

উপরে লাল মার্কিং করা Network and Sharing Center এ ক্লিক করুন।নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।

লাল মার্কিং করা Change adapter Settings এ ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।

লাল মার্কিং করা Local Area Connection এ ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।

লাল মার্কিং করা Internet protocol version4(TCP/IPv4) এ ডাবল ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।

লাল মার্কিং করা রেডিও বক্সে ক্লিক করুন।এবার আইপি বসান, ১৯২.১৬৮.১০০.১ এবার আইপি বক্সের নিচের টেক্স বক্সটিতে 'সাবনেটম মাস্ক' মাউস পয়েন্টার রেখে ক্লিক করুন, ২৫৫.২৫৫.২৫৫.০ নাম্বারটি অটোমেটিক বসে যাবে।এবার ওকে করে কন্ট্রোল প্যানেল থেকে বের হয়ে ডেক্সটপে চলে যান এবং মাই কম্পিউটারে প্রবেশ করুন ।(একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হল লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার কম্পিউটারে যদি ১৯২.১৬৮.১০০.১ এই আইপিটি বসান তাহলে অন্য যে সকল কম্পিউটারের সাথে নেটওয়ার্কিং করবেন সেগুলোতে পর্যায় ক্রমে ১৯২.১৬৮.১০০.২ ১৯২.১৬৮.১০০.৩ ১৯২.১৬৮.১০০.৪ এভাবে করে সিরিয়াল আনুসারে বসান লক্ষ রাখবেন একই আইপি যেন দুটি কম্পিউটারে না হয়।)
নিচের স্কিন শটটি লক্ষ করুন।

আপনার এবং অন্য কম্পিউটার গুলোর হার্ডডিক্সের যে ড্রাইভ গুলো শেয়ার করতে চান পর্যায়ক্রমে সেগুলোর উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করে Properties এ প্রবেশ করুন। নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।

লাল মার্কিং করা sharing বাটনে ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে, লাল মার্কিং করা Advanced sharing এ ক্লিক করুন।নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।

উপরে লাল মার্কিং করা Share this folder বক্সে টিক দিন, অতপর নিচে লাল মার্কিং করা Caching বাটনে ক্লিক করুন।নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।

উপরের লাল মার্কিং করা বক্স গুলোতে টিক দিয়ে ওকে করুন।

এবার উপরের স্কিন শটটির হলুদ চিহ্নিত Apply এবং OK বাটনে ক্লিক করুন।
নিচের স্কিন শটটি লক্ষ করুন।

উপরের স্কিন শটটির হলুদ চিহ্নিত Apply বাটনে ক্লিক করুন এবং ক্লোজ করে বেরিয়ে আসুন। নিচের স্কিন শটটি লক্ষ করুন।

উপরের স্কিনশটের বাম দিকে লাল মার্কিং করা Network এ ডাবল ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।

উপরে লাল-হলুদ মার্কিং করা যায়গাটিতে ক্লিক করুন একটি মেনু প্রদর্শিত হবে Connect এ ক্লিক করুন।এবার যতগুলো কম্পিউটারের সাথে নেটওয়ার্ক স্থাপন করেছে সেগুলোর নাম সহকারে লোগো দেখা যাবে, এবার যে কম্পিউটারটিতে ঢুকতে চান সেটিতে ক্লিক করুন একটি পাসওয়ার্ড ডায়ালগ বক্স আসবে, সেখানে উক্ত কম্পিউটারের ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করে ওকে করুন, নতুন একটি উইন্ডে আসবে ,সেখানে আপনার কাঙ্খিত কম্পিউটারের ড্রাইভ গুলো দেখতে পাবেন এবার যে ড্রাইভে খুশি প্রবেশ করে ডাটা শেয়ার করুন।
বি:দ্র: এই পোস্টটি শুধু মাত্র উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য। নেটওয়র্কিং করার পূর্বে কন্ট্রোল প্যানেল থেকে User Accounts এ প্রবেশ করে Create new password এ ক্লিক করে পাসওয়ার্ড সেট করে নিবেন।
সুত্রঃ সোহানা চৌধুরী ইলমা
উপরের স্কিন শটে হলুদ মার্কিং করা Change Settings এ ক্লিক করুন, নিচের স্কিন শটটির মতো একটি একটি উইন্ডো আসবে।
উপরে হলুদ মার্কিং করা স্থান গুলো লক্ষ করুন, computer description এ আপনার নাম লিখুন, Network ID তে ক্লিক করুন, নিচের উইন্ডোটির মতো একটি উইন্ডো আসবে।
লাল মার্কিং করা রেডিও বাটনটিতে ক্লিক করুন। Next দিন,নিচের উইন্ডোটির মতো একটি উইন্ডো আসবে।
Finish এ ক্লিক করুন।আপনার কম্পিউটারটি রিস্ট্রার্ট করার জন্য নিচের স্কিন শটটির মতো একটি একটি উইন্ডো আসবে।
Restart Now তে ক্লিক করে আপনার কম্পিউটারটি Restart করুন।
পূনরায় কম্পিউটারটি ওপেন হলে start এ ক্লিক করে Contorl panel এ প্রবেশ করুন।নিচের স্কিন শটটি লক্ষ করুন।
উপরে লাল মার্কিং করা Network and Sharing Center এ ক্লিক করুন।নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।
লাল মার্কিং করা Change adapter Settings এ ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।
লাল মার্কিং করা Local Area Connection এ ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।
লাল মার্কিং করা Internet protocol version4(TCP/IPv4) এ ডাবল ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।
লাল মার্কিং করা রেডিও বক্সে ক্লিক করুন।এবার আইপি বসান, ১৯২.১৬৮.১০০.১ এবার আইপি বক্সের নিচের টেক্স বক্সটিতে 'সাবনেটম মাস্ক' মাউস পয়েন্টার রেখে ক্লিক করুন, ২৫৫.২৫৫.২৫৫.০ নাম্বারটি অটোমেটিক বসে যাবে।এবার ওকে করে কন্ট্রোল প্যানেল থেকে বের হয়ে ডেক্সটপে চলে যান এবং মাই কম্পিউটারে প্রবেশ করুন ।(একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হল লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার কম্পিউটারে যদি ১৯২.১৬৮.১০০.১ এই আইপিটি বসান তাহলে অন্য যে সকল কম্পিউটারের সাথে নেটওয়ার্কিং করবেন সেগুলোতে পর্যায় ক্রমে ১৯২.১৬৮.১০০.২ ১৯২.১৬৮.১০০.৩ ১৯২.১৬৮.১০০.৪ এভাবে করে সিরিয়াল আনুসারে বসান লক্ষ রাখবেন একই আইপি যেন দুটি কম্পিউটারে না হয়।)
নিচের স্কিন শটটি লক্ষ করুন।
আপনার এবং অন্য কম্পিউটার গুলোর হার্ডডিক্সের যে ড্রাইভ গুলো শেয়ার করতে চান পর্যায়ক্রমে সেগুলোর উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করে Properties এ প্রবেশ করুন। নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।
লাল মার্কিং করা sharing বাটনে ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে, লাল মার্কিং করা Advanced sharing এ ক্লিক করুন।নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।
উপরে লাল মার্কিং করা Share this folder বক্সে টিক দিন, অতপর নিচে লাল মার্কিং করা Caching বাটনে ক্লিক করুন।নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।
উপরের লাল মার্কিং করা বক্স গুলোতে টিক দিয়ে ওকে করুন।
এবার উপরের স্কিন শটটির হলুদ চিহ্নিত Apply এবং OK বাটনে ক্লিক করুন।
নিচের স্কিন শটটি লক্ষ করুন।
উপরের স্কিন শটটির হলুদ চিহ্নিত Apply বাটনে ক্লিক করুন এবং ক্লোজ করে বেরিয়ে আসুন। নিচের স্কিন শটটি লক্ষ করুন।
উপরের স্কিনশটের বাম দিকে লাল মার্কিং করা Network এ ডাবল ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি উইন্ডো আসবে।
উপরে লাল-হলুদ মার্কিং করা যায়গাটিতে ক্লিক করুন একটি মেনু প্রদর্শিত হবে Connect এ ক্লিক করুন।এবার যতগুলো কম্পিউটারের সাথে নেটওয়ার্ক স্থাপন করেছে সেগুলোর নাম সহকারে লোগো দেখা যাবে, এবার যে কম্পিউটারটিতে ঢুকতে চান সেটিতে ক্লিক করুন একটি পাসওয়ার্ড ডায়ালগ বক্স আসবে, সেখানে উক্ত কম্পিউটারের ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করে ওকে করুন, নতুন একটি উইন্ডে আসবে ,সেখানে আপনার কাঙ্খিত কম্পিউটারের ড্রাইভ গুলো দেখতে পাবেন এবার যে ড্রাইভে খুশি প্রবেশ করে ডাটা শেয়ার করুন।
বি:দ্র: এই পোস্টটি শুধু মাত্র উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য। নেটওয়র্কিং করার পূর্বে কন্ট্রোল প্যানেল থেকে User Accounts এ প্রবেশ করে Create new password এ ক্লিক করে পাসওয়ার্ড সেট করে নিবেন।
সুত্রঃ সোহানা চৌধুরী ইলমা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন