শনিবার, ৯ জুলাই, ২০১১

ওয়েবসাইটের গতি পরীক্ষা করুন |

আমাদের অনেকেরই নিজস্ব ওয়েবসাইট রয়েছে। অনেক সময় ওয়েবসাইটের পেজ ধীরগতিতে লোড হয়, যার ফলে ভিজিটর ওয়েবসাইটে ঢুকতে বিরক্তবোধ করে। আপনি ইচ্ছা করলে নিজেই পরীক্ষা করে দেখতে পারেন আপনার ওয়েবসাইটের পেজ লোড হতে কতটা সময় নেয়।  


এ জন্য www.numion.com/Stopwatch/index.html ঠিকানার সাইটে যান। আপনার ওয়েবসাইটের গতি কেমন তা এই সাইট থেকে সহজেই জেনে নিতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন