TeamViewer সেই সফ্টওয়ার, যেটা আপনাদের কাজের গতি অনেক বাড়িয়ে দিবে আর আপনি যেখানেই থাকেন না কেন আপনি বিশ্বের যেকোন প্রান্তের কম্পিউটারে কাজ করতে পারবেন যেমন করে থাকেন আপনার পিসিতে। আপনার কম্পিউটারের মনিটরে দেখতে পারবেন হাজার মাইল দুরের কোন কম্পিউটারের সব, এমনকি সেই কম্পিউটার থেকে নিতে পারবেন যেকোন ফাইল আপনার কম্পিউটারে।
তাহলে আসুন এটা কিভাবে কাজ করে সেটা জেনে নিই:
প্রথমে আপনাকে ৩.৯৫ মেগাবাইটের এই সফ্টওয়ারটা ডাউনলোড করে নিতে হবে Click this link... এখান থেকে।
প্রথমে আপনি সফ্টওয়ারটা ইন্সটল করে নিন, তবে ইন্সটল করার সময় আপনাকে কয়েকটা কাজ সেরে নিতে হবে সেটা হল (ছবিতে দেখুন)
ইন্সটল করার সময় এই ডায়লগ বক্সটা এলে আপনাকে (আমরা সাধারনত পারসনালটাই ব্যাবহার করে থাকি) আপনি যেভাবে ব্যাবহার করতে চান সেটাতে টিক দিয়ে দিবেন।
এরপর এই ডায়ালগ বক্সে নিচের অপশন দুইটিতে টিকমার্ক দিয়ে আবার Next বাটনে ক্লিক করুন এবং আপনার ইন্সটল প্রক্রিয়া শেষ করুন।
এরপর TeamViewer এর Screen দেখা যাবে। যদি দেখা না যায় ডেক্সটপ থেকে TeamViewer আইকনের উপর ডাবল ক্লিক করে সফ্ট টা ওপেন করুন। আর আপনি যার কম্পিউটারে কাজ করবেন তাকেও এই সফ্টওয়ারটা একই ভাবে ইন্সটল করে নিতে হবে। আর ওখানে আপনার আইডি আর পাসওয়ার্ড পাবেন।
উল্লেখ্য: পিসি টু পিসি ফাইল ট্রান্সফার এর জন্য রিমোট কন্ট্রল এ লগিন না করে File Transfer অপশন এ লগিন করুন।তাহলে যার পিসি তে লগিন করেছেন তার সব ড্রাইভ দেখা যাবে এবং যেকোনো কিছু আপনার পিসি তে নিতে পারবেন। আর Remote control এ লগিন করলে যার পিসি তে লগিন করেছেন তার প্রব্লেম হবে এবং সে কোনো কাজ করতে পারবেনা কারন তার পিসি তখন আপনি নিয়ন্ত্রন করবেন। আর একটা তথ্য হল অপারেটিং সিস্টেম একই হতে হবে,নাহলে সমস্যা হবে। যেমন আমার Windows XP আর আপনার Windows 7। আর যারা টিম ভিউ ব্যবহার করছেন এবং ফাইল ট্রান্সফার করছেন তাদের নেটঅয়ার্ক অবশ্যই একই আইএসপি এর মধ্যে হতে হবে, নাহলে ফুল স্পীড কখনই পাবেন না তবে কাজ অবশ্যই করতে পারবেন।
এখন আপনি যে কম্পিউটারে কাজ করবেন তার ID টা আপনার Partner ID এর ঘরে স্পেস না দিয়ে লিখে নিন। তারপর Connect to partner এ ক্লিক করুন অথবা Keyboard থেকে এন্টার চাপুন।
এরপর এমন একটা ডায়লগ বক্স আসবে সেখানে আপনার partner এর পাসওয়ার্ড টা দিয়ে Log On করুন। আর দেখুন আপনার partner এর ডেক্সটপ আপনার সামনে। তো কাজ করুন আপনার ইচ্ছেমত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন