Deep freeze সফ্টওয়ারটা আসলেই খুব কাজের। বিশেষ করে আপনার ঘরে যদি ছোট ভাই-বোন বা এক পিসির একাধিক ইউজার থাকে আর তারা যদি অনভিজ্ঞ হয়ে থাকে। অনেকে আছে নেটে একটা সফ্ট পেল আর ইন্সটল করে ফেলল, আর এটা ভাল না খারাপ সেটা না বুঝেই, দেখা গেল আপনার পিসিতে কোন ভাইরাস ডুকিয়ে দিল অথবা ভুলে বা ইচ্ছা করেই আপনার কোন প্রয়োজনীয় ফাইল ডিলিট করে দিল। এমন অবস্থায় আপনার ভরসা এই সফ্টওয়ার, এটা আপনার পিসিকে সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে যেমনটা আপনি রেখে গিয়েছিলেন। আপনার কম্পিউটারের যে কোন পরিবর্তন রিস্টার্ট করার সাথে সাথে আগের মত হয়ে যায় অর্থাৎ আপনি যাকিছুই করুনা কেন এক রিস্ট্রাটে পিসি আবার আগের মত হয়ে যাবে। বিভিন্ন সাইবার ক্যাফেতে অজ্ঞ ইউজারদের জন্য ব্যাবহার করা হয়ে থাকে এই সফ্টওয়ার। হা এটার নাম হল Deep freeze. আজ আমি আপনাদের এই সফ্টওয়ারের কথাই জানাব।
তাহলে আসুন জেনে নেয়া যাক এই প্রয়োজনীয় সফ্টওয়ার টা সমন্ধে:
প্রথমে আপনাকে এই সফ্টওয়ারটা Click this link... এই লিংক থেকে ডাউনলোড করে নিতে হবে ২.৩৫ মেগা বাইটের সফ্টওয়ারটা, এটা ৫.০ ফুল ভার্সন।
এখন আপনাকে যে ড্রাইভে windows setup করা আছে সে ড্রাইভে Deep freeze setup করুন। কম্পিউটার ফরমেট করার পর Deep freeze setup করে নেয়া উত্তম । Deep freeze setup করার সময় কম্পিউটারের সব কয়টি ড্রাইভ (C, D, E, F) টিক চিন্থ সহকারে দেখা যাবে । কম্পিউটারের যে ড্রাইভে windows setup করা আছে সে ড্রাইভ ছাড়া বাকী ড্রাইভগুলোর টিক চিন্হ সরিয়ে দিয়ে সেটাপ কমপ্লিট করুন । ফাইল সেভ করার প্রয়োজনা না হলে সব কয়টি পার্টশানে ডীপ ফ্রীজ সেটাপ করতে পারেন ।
setup শেষ করার সাথে সাথে কম্পিউটার restart হবে । Restart হবার পর একটি ডায়ালগ বক্স আসবে । Ok করে পাসওয়ার্ড দিয়ে লক করুন । Deep freeze ওপেন করার পর যে সমস্ত ফাইল Save করতে চান সেগুলোতে যদি ভাইরাস থাকে তাহলে Deep freeze ব্যবহার করে কোন লাভ হবে না । কোন ফাইল Save করতে চাইলে সেটিকে এন্টিভাইরাস দিয়ে স্কেন করে ভাইরাস Remove করে নিন । মজার একটা ব্যাপার আছে এই সফ্টওয়ারের মাঝে সেটা হল এই সফ্টওয়ার ইন্সটল করার সময় আপনার পিসিতে যদি কোন সফ্টওয়ারের ট্রায়াল ভার্সন ইন্সটল করা থাকে তাহলে আপনি এটা ব্যাবহার করতে পারবেন একেবারে ফুল ভার্সন এর মত, কারণ আপনি যতবার পিসি Restart দিবেন ততবার সেটা আবার নতুন অবস্থায় চলে আসবে।
তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে ইন্সটল করে নিন, আর নিষ্চিন্তে থাকুন আপনার কম্পিউটার নিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন