সোমবার, ১১ এপ্রিল, ২০১১

জরুরি লিংক গুলো অনলাইনে Bookmark করে রাখুন যাতে হারিয়ে না যায়

বিভিন্ন সময় আমরা অনলাইনে সুন্দর, জরুরি বা দরকারি Website visit করে থাকি এবং পছন্দ হলে বা ভাল লাগলে তা নিজের Computer এ save করে রাখি বা কোথাও লিংক address লিখে রাখি অথবা Browser এ bookmark করে রাখি । এত ঝামেলায় না গিয়ে, এমন যদি হত সবগুলো লিংক address কোথাও centralized location এ save করে রাখা যেত এবং যে কোন Computer ব্যবহার করিনা কেন তা অনলাইনে থাকলে তা access করা যেত তাহলে মনে হয় বেশ সুবিধে হত।

হুম! চিন্তার কিছু নাই; এগুলো অসম্ভব নয় এবং যা করা যেতে পারে অতি সহজেই। আপনার নিশ্চয় email account আছে; Yahoo কিম্বা Google এ। এই account গুলোর সঙ্গেই আপনি কিন্তু এই সব সুবিধা পেতে পারেন। এবং তা একই লগ-ইন করতে পারেন। এবং পরে তা access করতে পারেন অনলাইনে থাকা অবস্থায় যে কোন কম্পিউটারে থেকে। ফলে HDD save থাকলে হারিয়ে যাওয়ার ঝামেলা আপনাকে আর পোহাতে হবে না।

যাদের Google account রয়েছে তারা এই সুবিধা পেতে পারেন নিচের লিংকে গিয়ে
www.google.com/bookmarks

আর যাদের Yahoo! account রয়েছে তারা এই সুবিধা পেতে পারেন:
http://bookmarks.yahoo.com/ লিংকে

অনেক Service provider আছেন যাদের রয়েছে নিজেস্ব add-ons software যার মাধ্যমে সেই website না গিয়েও আপনার প্রিয় সাইটি bookmark করে রাখতে পারেন। যেমন: Delicious (http://www.delicious.com/help/tools) এই লিংকে গিয়ে আপনার browser এর add-ons install করে নিন।

জনপ্রিয় কিছু Bookmark করার সাইটের address নিচে দেয়া হল।
http://www.delicious.com/
http://digg.com/
http://www.reddit.com/
http://tweetmeme.com/

আর যারা Developer; এমন একটি সাইট নিজেই বানিয়ে নিয়ে কম্পিউটারে রাখতে চান তাদের জন্য Delicious অনুরূপ ওয়েব সাইট হচ্ছে Scuttle (http://sourceforge.net/projects/scuttle/) যা কিনা Open-source.

ওহ্! ওয়েব সাইট গুলোর আর একটি সুবিধা জনক দিক হচ্ছে আপনি আপনার Bookmark গুলো এক সঙ্গে প্রয়োজন মত import/export করতে পারবেন এবং Privacy private or public define করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন