রবিবার, ১৭ এপ্রিল, ২০১১

ব্রাউজার নিয়ে পাগলামি

আপনি কয়টা ব্রাউজার ব্যবহার করে নেট ইউজ করেন ?দুনিয়াতে হাজার হাজার ব্রাউজার থাকলেও আমি কিন্তু এই মুহুর্তে মাত্র ৮টা ব্রাউজার ব্যবহার করি । আমার ভাল লাগা ব্রাউজার গুলি নিচে দিলাম । আর সিরিয়াল টা ভাল লাগার উপরে নির্ভর করে সাজালাম । নামের নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম ।

Cometbird. আমি এটাকে ফায়ারফক্সের নকল বলব । তবে এটাতে আরো বেশ কিছু আছে যা ফায়ারফক্সে নাই । বিশেষত এই ব্রাউজার ব্যবহার করলে যে কোন ভিডিও ডাউনলোড করেত অন্য কোন সফটওয়্যার লাগে না । আর ফায়ারফক্সের সব এডঅন্সতো একানে আছেই ।



Firefox 4 beta . এটা নিয়ে কি আর কিছু বলার আছে ?



Epic browser এটা প্রথম ইন্ডিয়ান ব্রাউজার । ফায়ারফক্সের মতই ।ট্রাই করেই দেখেন না অনেক সুন্দর লাগবে ।

আপনি কয়টা ব্রাউজার ব্যবহার করে নেট ইউজ করেন ?দুনিয়াতে হাজার হাজার ব্রাউজার থাকলেও আমি কিন্তু এই মুহুর্তে মাত্র ৮টা ব্রাউজার ব্যবহার করি । আমার ভাল লাগা ব্রাউজার গুলি নিচে দিলাম । আর সিরিয়াল টা ভাল লাগার উপরে নির্ভর করে সাজালাম । নামের নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম ।

Cometbird. আমি এটাকে ফায়ারফক্সের নকল বলব । তবে এটাতে আরো বেশ কিছু আছে যা ফায়ারফক্সে নাই । বিশেষত এই ব্রাউজার ব্যবহার করলে যে কোন ভিডিও ডাউনলোড করেত অন্য কোন সফটওয়্যার লাগে না । আর ফায়ারফক্সের সব এডঅন্সতো একানে আছেই ।



Firefox 4 beta . এটা নিয়ে কি আর কিছু বলার আছে ?






Epicbrowser এটা প্রথম ইন্ডিয়ান ব্রাউজার । ফায়ারফক্সের মতই ।ট্রাই করেই দেখেন না অনেক সুন্দর লাগবে ।




গুগল ক্রোম / চড়ম ঃ আহ ব্রাউজার একখান ।

 




৫। সাফিরা .এটা ব্রাউজারের ভিতরে সব থেকে বেশি স্টাইলিশ । এটাই স্টাল আমার কাছে ভাল লাগে তাই ব্যাবহার করি




৬.ইন্টারনেট এক্সপ্রোলার ঃ. এটার ৮ ভার্সন টা আমার কাছে বেশ ভাল লেগেছে ।তবে মাঝে মাঝে স্পীড কম থাকলে হ্যাং করে ।এটাই বড় সমস্যা ।




সী মানকি. ঃ ভালই তবে বেশ কিছু ল্যাগ আছে তবে এটাতে পেজ তাড়াতাড়ি লোড হয় তাই এখনো রেখেছি




অপেরা ঃ ব্রাউজার একখান ।মিজাজটাই মাঝে মাঝে কিলায়ে দেয় ,তবে একটা বিশেষ কারনে ওটাকে ব্যবহার করি ।




এছাড়া আরো বেশ কিছু ব্রাউজার আছে আমার কাছে তবে তা ব্যবহার করা হয় না ।যেমন ঃ কামীনো. ,কে-মিলিয়ন,নেস্টসক্যাপ নেভিগেটর ম্যাক্সটন- ব্রাউজার , স্লীম-ব্রাউজার. Avant  ইত্যাদি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন