বুধবার, ২০ এপ্রিল, ২০১১

ডিলিট করা ফাইল পুনরুদ্ধার করুন

অনেক সময় ভুলবসত আমরা অনেক ফাইল পুরোপুরি ডিলেট করে ফেলি।কিন্তু যখন আমাদের ভুল ভাঙ্গে তখন আমাদের অনেক বেগ পেতে হয়।
কিন্তু আপনি নিচের লিংকে দেওয়া সফটয়্যারগুলো দিয়ে সহজেই আপনার হারিয়ে যাওয়া ফাইলগুলোকে পুনরুদ্ধার করতে পারবেন।আপনি আপনার পেনড্রাইভ,মেমোরী কার্ড সবখান থেকেই তা উদ্ধার করতে পারবেন।
I Care data recovery softwares

উপরের লিংকটিতে ৩ টি সফটয়্যার দেওয়া আছে ।যার প্রথমটি ফ্রি ।যা দিয়ে আপনি তাৎক্ষনিকভাবে ডিলিট হওয়া ফাইলগুলোকে উদ্ধার করতে পারবেন কিন্তু বেশী আগে ডিলিট হওয়া ফাইল উদ্ধার করতে পারবেন না।কিন্তু বাকি দুইটি সফটয়্যার দিয়ে আপনি ফরমেট,পার্টিশন ইত্যাদি চরম জিনিস দেওয়ার পরেও পূর্বের ফাইলগুলো ফিরে পেতে পারেন।তবে এ সফটয়্যারগুলো প্রফেশনাল সফটয়্যার তাই সিরিয়াল কি চাবে।
তবে সমস্যা নেই প্রত্যেকটি সফটয়্যারের সাথে প্রচুর পরিমাণে সিরিয়াল কি সরবরাহ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন