কম্পিউটারের গতি বাড়াতে চাইলে বেশী র্যামের বিকল্প নেই।কিন্তু যাদের র্যাম অল্প,কিংবা যাদের কম্পিউটার পুরোনো ,তাদের কী হবে?আবার শুধু র্যাম বেশি হলেই হবে না ,আপনার কম্পিউটারকে ঠিক মত পরিস্কার না রাখলে,খুব বেশি প্রোগ্রাম ইনস্টল করলে যে কোন কম্পিউটার ধীরগতিসম্পন্ন হয়ে যায়।তবে নিচের পদ্ধতি অনুসরণ করলে আপনার কম্পিউটারের গতি বৃদ্ধি পাবে-
স্টার্ট মেনু তে রান এ গিয়ে tree লেখে এন্টার দিন।
স্টার্ট মেনু তে রান এ গিয়ে prefetch লেখে এন্টার দিন।একটি নতুন উইন্ডোজে যে ফাইল্গুলো আসবে সে গুলো ডিলিট করুন।
স্টার্ট মেনু তে রান এ গিয়ে temp লেখে এন্টার দিন।যে টেম্পোরারী ফাইলগুলো আসবে,সে গলো ডিলিট করুন।
স্টার্ট মেনু তে রান এ গিয়ে %temp% লেখে এন্টার দিন।যে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হচ্ছে না সে গুলো বাদ দিয়ে বাকিগুলো ডিলিট করুন।
স্টার্ট মেনু সার্চ এগিয়ে .bak লিখে এন্টার দিন।এওবার ব্যাকাপ ফাইলগূলো ডিলিট করুন।
স্টার্ট মেনু সার্চ এগিয়ে .tmp লিখে এন্টার দিন এবং টেম্প ফাইলগুলো ডিলিট করুন।
স্টার্ট মেনু সার্চ এগিয়ে recent লিখে এন্টার দিন।রিসেন্ট ফাইলগুলো ডিলিট করুন।
হার্ডডিস্কের ওপর ডান মাউস ক্লিক করে প্রোপার্টিজে ক্লিক করুন এবং ডিস্ক ক্লিন-আপ অপশনটি ব্যাবহার করুন।
প্রতি মাসে অন্তত একবার ডিসক ডিফ্রাগমেণ্ট করুন।অপ্রয়োজনীয় প্রোগাম আনইনস্টল করুন।
advance system care অথবা ccleaner সফটয়্যারগুলো ব্যাবহার করতে পারেন।
উল্লেখিত কাজগুলো আপনার কাজের ধরন অনুযায়ী দু-এক সপ্তাহ পরপর নিয়মিত করুন।
স্টার্ট মেনু তে রান এ গিয়ে tree লেখে এন্টার দিন।
স্টার্ট মেনু তে রান এ গিয়ে prefetch লেখে এন্টার দিন।একটি নতুন উইন্ডোজে যে ফাইল্গুলো আসবে সে গুলো ডিলিট করুন।
স্টার্ট মেনু তে রান এ গিয়ে temp লেখে এন্টার দিন।যে টেম্পোরারী ফাইলগুলো আসবে,সে গলো ডিলিট করুন।
স্টার্ট মেনু তে রান এ গিয়ে %temp% লেখে এন্টার দিন।যে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হচ্ছে না সে গুলো বাদ দিয়ে বাকিগুলো ডিলিট করুন।
স্টার্ট মেনু সার্চ এগিয়ে .bak লিখে এন্টার দিন।এওবার ব্যাকাপ ফাইলগূলো ডিলিট করুন।
স্টার্ট মেনু সার্চ এগিয়ে .tmp লিখে এন্টার দিন এবং টেম্প ফাইলগুলো ডিলিট করুন।
স্টার্ট মেনু সার্চ এগিয়ে recent লিখে এন্টার দিন।রিসেন্ট ফাইলগুলো ডিলিট করুন।
হার্ডডিস্কের ওপর ডান মাউস ক্লিক করে প্রোপার্টিজে ক্লিক করুন এবং ডিস্ক ক্লিন-আপ অপশনটি ব্যাবহার করুন।
প্রতি মাসে অন্তত একবার ডিসক ডিফ্রাগমেণ্ট করুন।অপ্রয়োজনীয় প্রোগাম আনইনস্টল করুন।
advance system care অথবা ccleaner সফটয়্যারগুলো ব্যাবহার করতে পারেন।
উল্লেখিত কাজগুলো আপনার কাজের ধরন অনুযায়ী দু-এক সপ্তাহ পরপর নিয়মিত করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন