রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১১

সার্চ ইন্জিন Windows 7 = Windows XP

আপনারা  জানেন windows 7 এ কোন কিছ সার্চ করতে হলে সেটি লিখলেই দ্রুত পাওয়া যায়। আপনি চাইলে windows XP তেও এই সুযোগটি নিতে পারবেন এবং এটি কাজ করবে windows 7 এর সার্চ ইন্জিনের থেকেও অনেক গুন বেশী, এমনকি কোন ফাইল হিডেন করা থাকলেও সেটি আপনি সার্চ করে খুজে পাবেন। কি বিশ্বাস হচ্ছে না? না হলে পরীক্ষা করে দেখতে পারেন। এটির সাইজ খুবই অল্প।
ডাউনলোডের পর ইনস্টল করুন অন্য সব সফটওয়ার এর মতই। ইনস্টল শেষ হলে আপনাকে রেজিস্টেসন করার কোন দরকার নেই,কারন এটি একটি ফ্রিওয়ার।
সিস্টেম ট্রে থেকে ডাবল ক্লিক করে ওপেন  করুন।untitled Windows 7 এ পারলে Windows XP তে কেন পারবেন না! অবশ্যই পারবেন। | Techtunesএবার লিখুন আপনার কাংখিত ফাইলটি এবং লেখার সাথে সাথেই পেয়ে যাবেন রেজাল্ট।
u ntitled Windows 7 এ পারলে Windows XP তে কেন পারবেন না! অবশ্যই পারবেন। | Techtunes
ডাউনলোড করুন নিচে থেকে।
images Windows 7 এ পারলে Windows XP তে কেন পারবেন না! অবশ্যই পারবেন। | Techtunes

অথবা
 http://www.microsoft.com/windows/products/winfamily/desktopsearch/choose/windowssearch4.mspx?tab=Install%20It
উপরের লিংক থেকে মাইক্রোসফট এর অরিজিনাল Windows Search 4.0 For Windows XP সংগ্রহ করতে পারেন। এটি windows 7 Search এর মত কাজ করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন