রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১১

ফেসবুক হবে বাংলায়

সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীদের সাহায্যে পুরোপুরি বাংলা ভাষায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন ও ফেসবুক। ফেসবুক আরও জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নের পর মোবাইল ফোনে ব্যবহারযোগ্য ফেসবুকের সাইটও বাংলায় দেখা যাবে। 
 আগে কিছু উৎসাহী ব্যবহারকারী বাংলা ভাষায় ফেসবুক রূপান্তরের কাজ শুরু করলেও এর উল্লেখযোগ্য অংশই রয়ে গেছে অসম্পন্ন। এবার বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা ওয়েবসাইটটি বাংলায় রূপান্তরের কাজে অংশ নিতে পারবেন। এর জন্য ব্যবহারকারীদের ইংরেজি থেকে বাংলায় রূপান্তরের জন্য ফেসবুক ট্রানস্লেশন নামের প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে।
ভাষান্তরের জন্য ফেসবুকে যোগ দিয়ে www.facebook.com/translations ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এরপর বাঁ দিকের প্রেফারেন্সেসে ক্লিক করুন। অনুবাদের ভাষাগুলো থেকে বেঙ্গলি নির্বাচন করে আপডেট প্রেফারেন্সেসে ক্লিক করতে হবে। অনুবাদ সংকেতটিতে ক্লিক করুন আর শুরু করুন ফেসবুক বাংলায় রূপান্তর। এ কাজের জন্য কম্পিউটারে অবশ্যই বাংলা ফন্ট থাকতে হবে। আগে করা অনুবাদ থেকে সেরা বাংলা অনুবাদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোট আইকনে ক্লিক করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন