উইন্ডোজ সেভেনের জন্য মাইক্রোসফট ডিফল্টভাবেই কয়েকটি থীম আপনার সিস্টেমের ভেতর ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আপনি এগুলা সাধারণভাবে খুঁজেই পাবেন না। আপনি উইন্ডোজ ইন্সটলেশনের সময় যেই দেশ নির্বাচন করেছিলেন তার ভিত্তিতেই উইন্ডোজ আপনাকে থীম ব্যবহার করতে দিবে। এই লুকানো সব থীম খুঁজে ডাউনলোড করতে আপনাকে ছোট্টো কিছু কাজ করতে হবে।
>> স্টার্ট মেনুর সার্চ বক্সে C:\Windows\Globalization\MCT লিখে সার্চ দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন