উইন্ডোজ এক্সপি বা ভিসতায় অনেক কাস্টোমাইজড কপি পাওয়া গেলেও সেভেনে এখনো তেমনটা নেই। তার মানে দাড়াচ্ছে প্রতিবার পিসি অন বা শাট ডাউনের সময় আপনাকে মাইক্রোসফটের নিজেদের সিলেক্ট করে দেয়া একখানি ছবিই বারবার দেখতে হবে, যা বিরক্তিকর অবশ্যই। লগিন ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য অনেকগুলা টুলই আছে। কিন্তু এখন এমন এক টুলের কথা বলবো, যেটির চেয়ে সহজ বোধোহয় আর কিছু হতে পারে না। উইন্ডোজ ৭ লগন ব্যাকগ্রাউন্ড চেঞ্জার এর কথা বলছি আমি।
>> প্রথমেই এটি ডাউনলোড করে রান করান।ইন্স্টলেশনের কোন দরকার পড়বে না।
>> এরপর প্রোগ্রাম চালু হলে চুজ এ ফোল্ডার থেকে কাংখিত ফাইল বা ফোল্ডার দেখিয়ে এপ্লাই করে ইয়েস প্রেস করলেই হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন