বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

ইংলিশ টু বাংলা ডিকশনারি

প্রায়ই ইংরেজি শব্দার্থ নিয়ে বিপাকে পড়তে হয়। ইংরেজি শব্দের বাংলা অর্থ জানার প্রয়োজন পড়ে। আর এর জন্য অনেকেই পকেট ডিকশনারি কিংবা কম্পিউটার ডিকশনারি ব্যবহার করে থাকেন। কিন্তু পকেট ডিকশনারিতে শব্দ খুঁজতে সময় অপচয় হয়। আবার ইন্টারনেট সংযোগ থাকলে সহজেই বিভিন্ন অনলাইন ডিকশনারিতে ইংরজি থেকে বাংলাসহ বিভিন্ন অর্থ জানার সুযোগ থাকলেও কমগতির ইন্টারনেটের কারণে অনেক বেশি সময় লেগে যায়। তবে এসব সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে ডিকশনারি ইনস্টল করে নেওয়া যেতে পারে। এদিক দিয়ে শশি ইংলিশ টু বাংলা ডিকশনারি বিনামূল্যে ব্যবহার করা যায়। এজন্য http://bit.ly/shoshie2bdic ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। এতে প্রায় সব ইংরেজি শব্দেরই বাংলা অনুবাদ রয়েছে। কোনো ইংরেজি শব্দের বাংলা অর্থ জানতে শুধু ওই শব্দটি ডিকশনারির সার্চ বক্সে লিখলেই হলো। বাংলা অর্থ এসে যাবে। একই সঙ্গে এতে বিভিন্ন র‌্যান্ডম শব্দ দেখার সুযোগও রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন