বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

ফেইসবুক ব্যবহারকারীদের জন্য ট্রিকস

ফেইসবুক চ্যাট [ অফলাইন/অনলাইন]:

ফেইসবুকে অনেকেই অনাকাঙ্খিত ভাবে অনলাইন থাকা কালিন কারো কারো সাথে "চ্যাট" করার বিড়ম্বনায় পরেন। এই বিড়ম্বনা থেকে রেহাই পেতে এতোদিন অনেকে পুরো "চ্যাট" বন্ধ করে রাখার জন্য "অফলাইন" দিয়ে রাখতেন। ফলে প্রিয় এবং কম প্রিয় ফেইসবুক বন্ধুরা কে কখন অনলাইনে আছে, তা জানা যেত না। তবে, ফেইসবুক তাদের নতুন গোপনীয়তা পদ্ধতিতে নির্বাচিত ফেইসবুক বন্ধুদের একটি বন্ধু দলে যুক্ত করে, তাদের অফলাইন অথবা অনলাইন সমর্থন দেয়া যায়। আমরা অনেকে এটি জানি আবার অনেকেই জানি না। আবার এটার কথা শুনলেও তা করার পদ্ধতি জানি না।

এখন আসুন আমরা দেখেনিই কিভাবে আমরা এটা করতে পারি।

প্রথমে আমাদের যা করতে হবে, তা হচ্ছে- আমরা যে যে বন্ধুদের সাথে সব-সময় চ্যাট করবো না এবং কালে-ভদ্রে করবো, তাদেরকে একটি বন্ধু দলে যুক্ত করা। এরজন্য, একটি বন্ধু শ্রেণী তৈরি করতে হবে আমাদের বন্ধু তালিকায় গিয়ে। নিচের ছবিতে দেখুন:


উপরের ছবিতে দেখতে পাই যে, এটি আমাদের বন্ধু তালিকা। তালিকার উপরে ডান দিকে নতুন তালিকা করার একটি বোতাম আছে। যেখানে ক্লিক করলে আমরা একটি নতুন উইন্ডো পাবো।


নতুন উইন্ডো আসার পর আমরা নতুন বন্ধু তালিকাটির নাম লিখবো এবং সেখানে যে সব বন্ধুদের রাখবো তাসের যুক্ত করবো।


আমরা পুরো বন্ধু তালিকাতে গিয়েও নির্দিষ্ট বন্ধু তালিকায় যে কাউকে যুক্ত করতে পারি।

এখন আসা যাক কিভাবে বন্ধু তালিকাকে অফলাইনে রাখা যাবে, তা দেখি। প্রথমে আমাদের অনলাইনে আসতে হবে, যা আমরা ফেইসবুকের পেইজের নিচের ডান দিকে "চ্যাট" বোতামে ক্লিক করলেই পারি। ক্লিক করলে সেখানে একটি ছোট্ট উইন্ডো আসবে, যেখানে আমরা আমাদের বন্ধু তালিকায় গুলো দেখতে পাবো এবং যে যে অনলাইনে আছে, তাদেরও তালিকা অনুযায়ী দেখতে পাবো। আমরা যে তালিকাটি অফলাইনে রাখতে চাই, তার পাশের সবুজ বোতামে একবার ক্লিক করলেই সেই তালিকাটি অফলাইনে চলে যাবে এমনকী তারাও আমাকে দেখতে পাবে না। এভাবে কখনো অফলাইন আবার কখনো অনলাইন থাকা যাবে সেসব বন্ধুদের কাছে।

নিচের স্ক্রিন শর্ট গুলো ভালো করে দেখুন:







ফেইসবুক প্রফাইল ব্যাক-আপ:

আজকাল প্রায়ই ই-মেইল ঠিকানা, ফেসবুক ঠিকানা বেদখল হওয়ার (হ্যাকিং) ঘটনা ঘটে। ফেসবুকে গুরুত্বপূর্ণ ছবি, তথ্য ও আপনার অনেক বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকড হয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন সবকিছুই হারিয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলেও যাতে কোনো তথ্য হারাতে না হয়, এ জন্য ফেসবুকের তথ্যগুলো সংরক্ষণ করে (ব্যাকআপ) রাখতে পারেন। ফেসবুকের ব্যাকআপ রাখার জন্য প্রথমে ফেসবুকে ঢুকে লগ-ইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download Your Information-এর ডান পাশের learn more-এ ক্লিক করুন। নতুন পাতা এলে Download-এ ক্লিক করুন। এখন আপনার ফেসবুক ঠিকানার একটি ব্যাকআপ প্রোফাইল তৈরি হতে থাকবে। ব্যাকআপ প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে।ব্যাকআপ তৈরি না হওয়া পর্যন্ত আপনি কোন ই-মেইল পাবেন না। তাই অপেক্ষা করতে হবে। তারপর আবার Account থেকে Account Settings-এ ক্লিক করে Download Your Information-এর ডান পাশের learn more-এ ক্লিক করুন। Verify Password-এ Password দিয়ে Continue তে ক্লিক করুন। এখন Download Now বাটনে ক্লিক করলে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি ডাউনলোড হয়ে যাবে। Download Now বাটনের নিচে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি কত মেমোরির সেটিও দেখা যাবে।
ডাউনলোড সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি ওপেন করলে আপনি আপনার ফেসবুকের পুরো প্রোফাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড) দেখতে পারবেন।

নিচের স্ক্রিন শট গুলো দেখুন:







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন