রবিবার, ১০ অক্টোবর, ২০১০

ফ্রী সফটওয়্যার ডাউনলোড

FileHippo
বেশির ভাগ ভালোমানের সফটওয়্যারগুলো পেতে টাকা গুনতে হয় তাই বেশিরভাগ কমপিউটার ব্যবহারকারী সেসব সফটওয়্যারের ক্রাকড ভার্সন ব্যবহার করে থাকেন। কিন্তু এমন যদি হয় দামী লাইসেন্সড সফটওয়্যারগুলোর বিকল্প সফটওয়্যারগুলো যদি বিনামূল্যে পাওয়া যায় তবে কেমন হয় বলুন তো? এমন অনেক ফ্রীওয়্যার ও শেয়ারওয়্যার রয়েছে যা লাইসেন্সড সফটওয়্যারগুলোর চেয়ে কোনো অংশে কম কার্যকরী নয়। তেমনি কিছু ফ্রী সফটওয়্যার, প্লাগ-ইনস, ড্রাইভার ও কোডেকের সমারোহে সাজানো হয়েছে ফাইল হিপ্পো বা FileHippo নামের সাইটটি।
সাইটটিতে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে সাজানো হয়েছে অনেক ধরণের সফটওয়্যার। এগুলো হচ্ছে- ব্রাউজার এন্ড প্লাগ-ইন্স, অডিও এন্ড ভিডিও, ফাইল শেয়ারিং, সিডি এন্ড ডিভিডি টুলস, ফায়ারওয়াল এন্ড সিকিউরিটি, সিস্টেম টিউনিং, ফাইল ট্রান্সফার ইত্যাদি। এখানে নামকরা সফটওয়্যারগুলোর ডেমো, ট্রায়াল, বেটা ভার্সনগুলোর দেখাও মিলবে। আশা করি সাইটটি আপনাদের কাজে আসবে।
সাইটটির ঠিকানা হচ্ছে- http://www.filehippo.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন