রবিবার, ১০ অক্টোবর, ২০১০

ইউটিউবের ভিডিওকে ডিভিডিতে বার্ন করার উপায়

ইদানিং প্রায় সমস্ত ভিডিওই দেখা হয় ইউটিউবের কল্যানে কম্পিউটারের ছোট পর্দায় । ইউটিউবের ভিডিওকে ডিভিডিতে বার্ন করার চেষ্টা করেছিলাম আগে উইন্ডোজ মুভি মেকার এবং নিরো বার্নার দিয়ে কিন্তু এত খারাপ ছবি ছিল যে হতাশ হয়েছিলাম । সম্প্রতি একজোড়া সফটওয়্যার পেলাম যা দিয়ে অল্প কয়েকটা ক্লিক দিয়ে ভিডিও বানিয়ে ফেলা যায় । চেষ্টা করলাম - ভিডিও কোয়ালিটি বেশ ভাল । অবশ্য ইউটিউবেও নানান কোয়ালিটির ভিডিও থাকে ।

দুটো সফটওয়্যারের প্রথমটি ইউটিউব থেকে mp4 ভিডিও সেভ করে হার্ড ডিস্কে । আর দ্বিতীয়টি mp4 কে ডিভিডি বানায় । দু্টোই ফ্রী । অতএব লাইসেন্স বা পাইরেসি থেকে মুক্ত থাকছেন ।

১. ইজিইউটিউব ডাউনলোডার -


এটি একটি ফায়ার ফক্স এক্সটেনশন । ইউটিউব ভিডিও দেখার সময় পাশে একটি ডাউনলোড লিংক যুক্ত করে দেয় । ক্লিক করা মাত্র ভিডিও নেমে আসবে । এই সফটওয়্যার পাবেন এখানে। তমসো দীপ আরেকটি ফায়ার ফক্স এক্সটেনশন বলেছে । সেটাও একই কাজ করবে ।

২. ডিভিডি ফ্লিক ডিভিডি ফ্লিক সরাসরি একাধিক ভিডিওকে জোড়া লাগিয়ে, এনকোড করে ডিভিডিতে বার্ণ করে দিতে পারে । ডাউনলোড করুন এখান থেকে ।


কী করে করবেন
ক. প্রথমে ইজিটিউব ডাউনলোডারটা ইনষ্টল করুন । এটা একটি ফোল্ডারের নাম চাইবে যেখানে ফাইলগুলো জমা হবে ।
খ. ইউটিউবের সাইট ভিজিট করুন । যে ভিডিও পছন্দ তাকে mp4 ফর্ম্যাটে নামিয়ে নিন ক্লিক করে ।
গ. ডিভিডি ফ্লিকে গিয়ে সেটিংস ঠিক করে নিন । বিস্তারিত হেল্প পাবেন এখানে। বার্ন অপশনে ডিভিডিতে সরাসরি বার্ন করায় টিক চিহ্ন দিন ।
ঘ. এবার ডিভিডি ফ্লিকে ইউটিউবের ভিডিওগুলো একে এক যোগ করুন এবং ডিভিডিতে বার্ণ করুন ।

এভাবে বার্ণ করে টিভিতে আমি কয়েকটি প্রামান্য চিত্র দেখেছিলাম । বেশ ভালই দেখা যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন