ইন্টারনেটে ফাইল রাখার সবচেয়ে জনপ্রিয় স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান ড্রপবক্স। ড্রপবক্স সাধারনত ব্যাবহারকারীদের ২ গিগাবাইট ফ্রি যায়গা দেয় তবে রেফারেলের মাধ্যমে ফ্রি যায়গা বাড়ানো যায়। তবে এবার ড্রপবক্স এর আদলেই নতুন একটি স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান চালু হয়েছে যার নাম কপি ডট কম।
এই সাইট থেকে যে কেউ সহজেই ১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বিনামূল্যে পেতে পারবে। সাধারণত অ্যাকাউন্ট খুললে ৫ গিগাবাইট পাওয়া যায় তবে রেফারেলের লিংকের মাধ্যমে খুললে উভয়ই অতিরিক্ত ৫ গিগাবাইট পাওয়া
যাবে আর টুইটারে শেয়ার করলে আরো ২ গিগাবাইট পাওয়া যাবে।এই সাইট থেকে যে কেউ সহজেই ১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বিনামূল্যে পেতে পারবে। সাধারণত অ্যাকাউন্ট খুললে ৫ গিগাবাইট পাওয়া যায় তবে রেফারেলের লিংকের মাধ্যমে খুললে উভয়ই অতিরিক্ত ৫ গিগাবাইট পাওয়া
তবে ফ্রি যায়গা বাড়াতে চাইলে নিজের রেফারেল লিংক থেকে কেউ নতুন অ্যাকাউন্ট তৈরি করে তাহলে আরো ৫ গিগাবাইট ফ্রি যায়গা যুক্ত হবে। এভাবে যতবার রেফারেল লিংক থেকে কেউ একাউন্ট খুলবে ততবারই ৫ গিগাবাইট করে যায়গা যুক্ত হবে।
নিজের রেফারেল লিংক পেতে অ্যাকাউন্টে প্রবেশ করে ডানপাশের নিজের নামের উপরে ক্লিক করে Invite Someone to Copy এ ক্লিক করেলে নিচের দিকে একটি রেফারেল লিংক দেখতে। রেফারেলে মাধ্যমে কে কে অ্যাকাউন্ট খুলেছে বা কত যায়গা পেয়েছেন তা জানা যাবে ডানপাশের নিজের নামের উপরে ক্লিক করে See Bonus/Referral Status এ ক্লিক করে। রেফারেল বোনাস পাবার শর্ত হচ্ছে রেফারেল লিংক থেকে অ্যাকাউন্ট খোলা এবং কপি ডট কমের সফটওয়্যার ইনস্টল করে সাইন-ইন করা। সফটওয়্যারটি উপরের বারের বামে দিকের Install App এ ক্লিক করে পাওয়া যাবে।
কপি ডট কমে ড্রপবক্সের মত ফোল্ডার (ডেক্সটপ/স্মার্টফোন) সিনঙ্কক্রোনাইজ, শেয়ার করা ইত্যাদি করা যাবে।
মেহেদী আকরাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন