শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

Mobile Specification সম্পর্কেঃ -১

এলসিডি(LCD) ডিসপ্লে কি?

এলসিডি ডিসপ্লে (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) সবচেয়ে কমন ডিসপ্লে টাইপ যা, সাধারনত ফোন, ক্যামেরার মতো বহনযোগ্য ডিভাইসে দেখা যায়। এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং উন্নতমানের ছবি প্রদর্শন করতে সক্ষম; এমনকি সূর্যালোকেও। এই ধরনের ডিসপ্লেতে প্রত্যেকটি পিক্সেল এ তরল স্ফটিক অণু, দুটি গ্লাস ইলেক্ট্রোডের এবং দুটি পোলারাইজিং ফিল্টারের নিচে স্থাপন করা হয়। এলসিডি ডিসপ্লেতে অনেক প্রকারভেদ রয়েছে যেমন, STN, TFT, TFD, ট্রান্সমিসিভ এলসিডি, রিফ্লেক্টিভ এলসিডি, ট্রান্সফ্লেক্টিভ এলসিডি ইত্যাদি।

টিএফটি(TFT) ডিসপ্লে কি?



TFT (পাতলা পর্দার ট্রানজিস্টার), জনপ্রিয় এক ধরনের LCD ডিসপ্লে যাকে অন্যান্য ধরনের LCD এর মধ্যে শ্রেষ্ঠ হিসাবে বিবেচনা করা হয়। এটি একটি অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে যাতে, প্রতিটি পিক্সেল পর ট্রানজিস্টর স্থাপিত হয় এবং আলাদাভাবে চালু বা বন্ধ করা যায়। সুতরাং, ছবির মান, উজ্জ্বলতা, ব্রাইটনেস-কন্ট্রাস্ট এর স্থিতিশিলতা এবং রেস্পন্স টাইম চমৎকার। বিদ্যুত্ খরচ অন্যান্য LCDs তুলনায় বেশী হলেও ইমেজের গুণমান খুব ভাল।

এলইডি(LED) ডিসপ্লে কি?


লাইট ইমিটিং ডায়ড বা এলইডি ডিসপ্লে এর কর্ম পদ্ধতি এলসিডি এর থেকে ভিন্ন। এটা আসলে, সেমিকন্ডাক্টর ডায়ড দিয়ে তৈরি। যখন এগুলো বিদ্যুৎ দ্বারা চার্জিত হয় তখন এরা নানা বর্ণালীর আলো বিচ্ছুরণ করে। এই ধরনের ডিসপ্লে গুলো ওজনে হালকা, পাতলা এবং অধিক এনার্জি এফিশিয়েন্ট এবং উন্নত মানের ছবি সম্পন্ন।

অ্যামোলেড( 
AMOLED )ডিসপ্লে কি?

অ্যাক্টিভ-ম্যাট্রিক্স অরগ্যানিক লাইট-ইমিটিং ডায়ড বা, AMOLED ডিসপ্লে, এলইডি ডিসপ্লে এর একটি উন্নত সংস্করণ যাতে টিএফটি এর মতো অ্যাক্টিভ-ম্যাট্রিক্স ফাংশনালিটি রয়েছে। এই ধরনের ডিসপ্লে এর কালার রিপ্রোডিউসিং চমৎকার। এর কন্ট্রাস্ট লেভেল এবং কৌণিক-দর্শন ও ভালো। এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং এর তৈরি প্রক্রিয়াও সহজ এবং কম খরুচে।

আইপিএস( 
IPS) ডিসপ্লে কি?

আইপিএস বা ইন-প্লেন সুইচিং ডিসপ্লে হচ্ছে এক ধরনের এলসিডি ডিসপ্লে। এতে টিএন ইফেক্ট এর মত জেনারেল এলসিডি এর কিছু ত্রুটি সংশোধন করা হয়েছে। এই ধরনের ডিসপ্লে চমৎকার কৌণিক-দর্শন এর জন্য বিখ্যাত। কালার রিপ্রোডিউসিং এবং রেস্পন্স টাইম ও চমৎকার।

ডিসপ্লে রেসলিউশন(
Display Resolution)  কি?

ডিসপ্লে রেজোলিউশান হচ্ছে, একটি ডিসপ্লে তে কত পিক্সেল আছে তা পরিমাপের পদ্ধতি বিশেষ। এটা সাধারনত প্রস্থ x উচ্চতায় (যেমন 1280 x 720) সাজিয়ে লেখা হয়। এই দুটি সংখ্যার গুণফলই হচ্ছে একটি ছবিতে মোট পিক্সেলের সংখ্যা। অধিক সংখ্যক পিক্সেল বেশি দর্শন-ভিত্তিক তথ্য উপস্থাপন করতে পারে যা, ছবিকে অধিক স্বচ্ছতা এবং বিশদীয়তা প্রদান করে। ডিসপ্লে রেজোলিউশান প্রকৃত পক্ষে ডিসপ্লে এর বাহ্যিক আকৃতি নির্দেশ করে না। একটি ছোট স্ক্রীন এর রেজোলিউশান ও অনেক বেশি হতে পারে যা তাকে আরও স্বচ্ছতা ও তীক্ষ্ণতা দেবে।

পিক্সেল ডেনসিটি(
Pixel Density) বা পিপিআই( PPI) কি?

পিক্সেল ডেনসিটি বা পিক্সেল-পার-ইঞ্চি (পিপিআই) স্ক্রীনে পিক্সেলের ঘনত্ব মাপার একটি পদ্ধতি। এটি আসলে নির্দেশ করে, স্ক্রীনে কর্ণ বরাবর (কোনাকুনি ভাবে) প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল আছে। স্ক্রীন রেজোলিউশান থেকে পিথাগোরাসীয় উপপাদ্য অনুসারে পিক্সেল ডেনসিটি বা পিপিআই বের করা যায়।

কর্নিং গোরিলা গ্লাস(
Corning Gorilla Glass) কি ?


কর্নিং গরিলা গ্লাস হচ্ছে এক ধরনের শক্তিশালী এবং মজবুত গ্লাস যা স্মার্টফোনের ডিসপ্লেতে ডিসপ্লে-প্রটেকশন হিসেবে ব্যবহার করা হয়। আমেরিকান বিশ্ববিখ্যাত গ্লাস তৈরির কারখানা এই গ্লাস প্রস্তুত করে। এই গ্লাসগুলো অনেক মজবুত এবং ঘর্ষণ প্রতিরোধক হয়।


Capacitive Touchscreen / Capacitive Touchscreen কি?


Capacitive touch screen এক ধরনের তড়িত-ধারক সেন্সর দ্বারা তৈরি যাতে, টাচ সেন্সর চাপের পরিবর্তে মানব দেহের/ত্বকের তড়িৎ সংবেদনশীল বৈশিষ্ট্যের ব্যবহার করে কাজ করে থাকে। সাধারনত Capacitive touch screen মানুষের ত্বক ব্যতিত স্টাইলাস (টাচ পেন) বা, অন্য কোন বস্তুর স্পর্শ সমর্থন করে না। তাই এটি হাতের লেখা বুঝতে (Hand Writing Recognition) পারে না। তারপরও এটি এর উত্তম স্পর্শ-প্রতিক্রিয়া (টাচ রেস্পন্স), অতি সংবেদনশীলতা, উজ্জ্বল ডিসপ্লে এর মান এবং মাল্টি টাচ সমর্থনের কারনে রেসিস্টিভ টাচ স্ক্রীন এর থেকে বেশি জনপ্রিয়।

Wireless Display Sharing / ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং কি?

ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং বা মিররিং এর মাধ্যমে আপনি স্মার্টফোনের ডিসপ্লে টিভি স্ক্রীনের সাথে শেয়ার করতে পারবেন। এটি Miracast প্রযুক্তি ব্যবহার করে আপনার স্মার্টফোনের কন্টেন্ট টিভিতে ডিসপ্লে করতে পারে। আপনার মোবাইল যদি অ্যান্ড্রয়েড ৪.২ বা এর উপরে হয় এবং আপনার টিভিতে যদি HDMI পোর্ট থাকে তবে এটি কাজ করার কথা। এরপর আপনার দরকার একটা HDMI তার আর ওয়্যারলেস ল্যান সংযোগ। তবে বলার অপেক্ষা রাখে না যে কিছু কিছু মোবাইল বা টিভিতে এই প্রযুক্তি কাজ নাও করতে পারে। 

নাহিদ২৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন