বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

বাংলা ভাষায় কিছু মোবাইল অ্যাপস

বাংলা ভাষায় মোবাইল অ্যাপসদেশে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। সঙ্গে বাড়ছে অ্যাপসের ব্যবহার। এখন বাংলায় তৈরি হচ্ছে নানা রকম অ্যাপ্লিকেশন বা অ্যাপস। এসব অ্যাপস স্মার্টফোন কিংবা ট্যাবলেট কম্পিউটারে সহজেই ব্যবহার করা যায়। প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে বিভিন্ন ধরনের কাজের জন্য প্রতিনিয়ত বাংলা ভাষায় অ্যাপস তৈরি করছেন দেশীয় ডেভেলপাররা। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবারে থাকছে বাংলা ভাষায় জনপ্রিয় কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস।

মায়াবী কিবোর্ড : অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে বাংলা লেখায় অন্যতম জনপ্রিয় হচ্ছে ‘মায়াবি কিবোর্ড’। এতে ফিক্সড ও ফোনেটিক দুই ধরনের
কিবোর্ডই আছে। পাওয়া যাবে http://goo.gl/QBF40 ঠিকানায়। এই অ্যাপসটি দিয়ে মোবাইল, ট্যাবলেটে বাংলা লেখা যাবে।
বাংলা ভাই : সফটওয়্যার ছাড়াই বাংলা লেখার একটি অ্যাপস ‘বাংলা ভাই’। এ অ্যাপসটি ব্যবহার করে ফোনেটিক কিবোর্ডের মাধ্যমে ফেইসবুক ও লিংকডিনে বাংলা লেখা যাবে। ডাউনলোড লিংক http://goo.gl/kDbkx।
ল সাপোর্ট : একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং মানুষের জীবন যাত্রার জন্য সহায়ক একটি বাংলা ভাষায় তৈরি অ্যাপস। কোনো বিপদে পরলে কী ধরনের আইনি সহায়তা পাবেন, কার কাছে যাবেন, আইনি প্রক্রিয়া এবং নিয়ম কানুনগুলো কী, কী কী কাগজ পত্র ও ডকুমেন্ট করা লাগে তার একটি বিস্তারিত ধারণা পাওয়া যাবে এই অ্যাপসটিতে। সাধারণ মানুষ যারা আইনি ব্যাপারগুলোতে অনভিজ্ঞ, তারা সহজেই এই অ্যাপসটির মাধ্যমে আইনের বিস্তারিত জানতে পারবেন। ডাউনলোড করা যাবে www.eatlapps.com থেকে।
বাংলাদেশের ছুটি : বাংলাদেশের সরকারি ছুটির তালিকা নিয়ে প্রস্তুত করা হয়েছে ‘বাংলাদেশের ছুটি’ নামক অ্যাপসটি। ২০১৪ সালের সকল আবশ্যিক ও ঐচ্ছিক ছুটিকে আলাদা আলাদা ভাবে সাজানো হয়েছে। এছাড়া এই ছুটির তালিকার সঙ্গেই আছে ইভেন্ট ক্যালেন্ডার। ফলে ব্যবহারকারী নির্দিষ্ট ছুটির দিনের যে কোনো পরিকল্পনা ঐ ক্যালেন্ডারেই যোগ করতে পারবেন। নির্দিষ্ট সময়ে ঐ পরিকল্পনাটি মনে করিয়ে দেয়ার সুবিধাও রাখা হয়েছে এই অ্যাপসটিতে। ডাউনলোড লিংক :
https://play.google.com/stor/apps/details?id=com.mcc.nationalholiday
বাংলা রাশিফল : রাশিফল জানতে অনেকেই দ্বারস্থ হন বিভিন্ন মাধ্যমের। এবার বাংলায় রাশিফল জানা যাবে স্মার্টফোনের মাধ্যমেই। আর এটি সম্ভব ‘বাংলা রাশিফল’ নামের অ্যাপের মাধ্যমে।
পাওয়া যাবে http://goo.gl/MieSY ঠিকানায়। এ অ্যাপসের সাহায্যে প্রতিদিন, মাসের রাশিফল জানা যাবে।
বাংলা লিখি : মোবাইল ফোনে বাংলা ব্যবহারে ইচ্ছুকদের জন্য এটি একটি চমৎকার অ্যাপস। সহজ ও সুন্দর ইউজার ইন্টারফেসের এই অ্যাপের সাহায্যে ফনেটিকসের মাধ্যমে বাংলা লেখা সম্ভব। অফ লাইনে ব্যবহারের সুবিধা সম্বলিত এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেইসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগের সাইটেও বাংলা লেখা শেয়ার করা যাবে, এছাড়া এই কিবোর্ড ব্যবহার করে লেখা কপি করে অন্য যে কোনো অ্যাপ্লিকেশনে বাংলা লেখা যাবে। এতে অভিধানের সুবিধাও সংযুক্ত করা হয়েছে।
ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.mcc.banglalikhi
বাংলা ক্যালেন্ডার : অনেক সময়ই জরুরি প্রয়োজনে বাংলা তারিখ জানার প্রয়োজন হয়। এ সমস্যার সমাধান পাওয়া যাবে ‘বাংলা ক্যালেন্ডার’ অ্যাপসটি ব্যবহার করে। এতে বাংলা তারিখের পাশাপাশি ইংরেজি তারিখও জানা যাবে। এটি পাওয়া যাবে http://goo.gl/DHnpo ঠিকানায়।
ম্যাথ ফর কিডস ইন বাংলা : স্মার্টফোনে শিশুদের জন্য বাংলায় গণিত শিক্ষার সুবিধা পাওয়া যাবে ‘ম্যাথ ফর কিডস ইন বাংলা’ নামক অ্যাপসটির সাহায্যে। এর মাধ্যমে শিশুরা গণিত শিখতে পারবে বাংলায়। এটি পাওয়া যাবে http://goo.gl/Xed0z ঠিকানায়।
বাংলাদেশের সংবিধান : বাংলাদেশের সম্পূর্ণ সংবিধানকে এই প্রথমবারের মত একটি মাত্র মোবাইল অ্যাপ্লিকেশনে আনা হয়েছে। বাংলা ভাষায় রচিত এই সংবিধান যে কোনো নাগরিকের সংবিধান সংক্রান্ত প্রশ্নের উত্তর দিবে। ব্যবহারকারীর সুবিধার্থে সংবিধানকে অধ্যায় ভিত্তিক সাজানো হয়েছে। অ্যাপসটি ডাউনলোড করা যাবে  https://play.google.com/store/apps/details?id=com.mcc.bdconst ঠিকানা থেকে।
বাংলা এসএমএস : মোবাইল ও ট্যাবলেটে বাংলায় এসএমএস লেখার সুবিধা পাওয়া যাবে ‘বাংলা এসএমএস’ নামক অ্যাপসটিতে। এতে ফোনেটিক কিবোর্ড লেআউট ব্যবহারের মাধ্যমে বাংলায় এসএমএস লেখা যাবে। স্মার্টফোনে তাই চাইলেই এ অ্যাপসটি ব্যবহার করে যে কাউকে বাংলায় এসএমএস পাঠিয়ে চমকে দিতে পারেন। এটি পাওয়া যাবে http://goo.gl/Q3aDY ঠিকানায়।
বাংলা ডিকশনারি : ইংরেজি শব্দের বাংলা অর্থ জানা যাবে এবার স্মার্টফোনের মাধ্যমেই। ‘বাংলা ডিকশনারি’ নামের এই অ্যাপের সাহায্যে শুধু শব্দের অর্থই নয়, পাওয়া যাবে শব্দের উচ্চারণ। এছাড়া যে শব্দের অর্থ জানতে চান, সেটি ক্লিক করলে সেই শব্দ সংশ্লিষ্ট অন্যান্য শব্দের সাজেশনও পাওয়া যাবে। অ্যাপসটি ডাউনলোড করা যাবে http://goo.gl/pKh7q ঠিকানা থেকে।
একুশ আমার : বাংলাদেশের মহান ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আরও বেশি জানতে ও অন্যকে জানাতে যাবে ‘একুশ আমার’ অ্যাপটির মাধ্যমে। এতে রয়েছে কালপঞ্জি অনুসারে গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের বিস্তারিত ইতিহাস ও শহীদদের সংক্ষিপ্ত জীবনী। শুনতে পারা যাবে ভাষা আন্দোলনের ওপর বিখ্যাত সব গান। এছাড়া গানগুলোর লিরিক্সও পড়া যাবে এবং ইউটিউব লিংকের মাধ্যমে দেখা যাবে একুশের ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্য চিত্র। অ্যাপটির মাধ্যমে পড়া যাবে একুশের ওপর লেখা বিভিন্ন কবি-সাহিত্যিকদের কবিতাগুলো। এছাড়াও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা যাবে ভাষা আন্দোলনের ওপর নির্মিত বিভিন্ন চিত্রায়ন, আর্কাইভস বা গ্যালারি, ওয়াল পেপারসহ আরো অনেক কিছু। ডাউনলোড করা যাবে www.eatlapps.com থেকে।
আল-কোরআন (বাংলা) : আরবিতে পুরো কোরআন শরীফ ছাড়াও এই অ্যাপসটিতে রয়েছে বাংলায় অনুবাদ। পাশাপাশি প্রতিটি সূরার নাজিলকৃত স্থান, আয়াত নং, সূরার ক্রম, শানে নূজুল প্রভৃতি বিস্তারিত তথ্যও বাংলায় রয়েছে এতে। সূরায় যেসব আয়াতে সেজদা বা রুকু দিতে হবে, সেসব আয়াতে বিশেষ নির্দেশনাও প্রদান করা হয়েছে। এই অ্যাপস ব্যবহার করে কোরআন তিলওয়াতের সময় যতটুকু পড়েছেন, ততটুকু চিহ্নিত করে রাখা যাবে। পরে পড়ার সময় আবার ওই স্থান থেকে কোরআন পড়া শুরু করা যাবে।
অ্যাপসটির ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=orangebd.holy.qura
রেসিপি (বাংলা) : রান্নার নানা বিষয় নিয়ে অনেকেরই রয়েছে আগ্রহ। বাংলায় রান্নার কলাকৌশল পাওয়া যাবে ‘রেসিপি (বাংলা) নামের অ্যাপসটিতে। অ্যাপসটি পাওয়া যাবে http://goo.gl/vbpOz ঠিকানায়। এতে ৪৫০টি খাবারের রেসিপি দেওয়া আছে।
কবিতা সমগ্র-বাংলা : দেশী-বিদেশী বিখ্যাত কবিদের জনপ্রিয় কিছু কবিতা নিয়ে এই অ্যাপস। বাংলা অক্ষরের ক্রমানুসারে এখানে কবিদের নাম সাজানো রয়েছে। কবিদের মধ্যে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কায়কোবাদ, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, জসীমউদ্দীন, ফররুখ আহমদ, আহসান হাবীব, আল মাহমুদ, অ্যালেন গিন্সবার্গ, আনা আখমাতোভা প্রমুখ। অ্যাপসটি ডাউনলোড করা যাবে http://goo.gl/avio4j ঠিকানা থেকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি : এই অ্যাপসটি ব্যবহার করে যাবে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই। অ্যাপসটির মাধ্যমে ঢাকার সকল থানার ওসি এবং ডিউটি অফিসারের নম্বরসহ পাওয়া যাবে প্রতিটি থানার ঠিকানা এবং ম্যাপ। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ঢাকার যে কোনো স্থান থেকে ব্যবহারকারীরা নিজের সবচেয়ে কাছের থানাটি সহজেই খুঁজে বের করতে পারবেন, সেই সঙ্গে গুগল ম্যাপের মাধ্যমে সেই থানায় যাওয়ার পথও দেখা যাবে। জরুরী প্রয়োজনে ডিএমপির ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ এবং এ সম্পর্কিত অন্যান্য তথ্য জানার জন্যে এতে সংযোজন করা হয়েছে ‘ব্লাড বাটন’। ডিএমপির নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবা পাওয়ার জন্য রয়েছে ‘নারী’ নামক বাটনটি। এছাড়া জরুরী প্রয়োজনে এই অ্যাপ্লিকেশনে থাকা যে কোনো ফোন নম্বর কাউকে এসএমএস করা যাবে মাত্র এক ক্লিকেই। হঠাৎ রাস্তায় ঘটা কোনো দুর্ঘটনায় ডিএমপির হটলাইনে জানানোর জন্যে এতে রয়েছে একটি ‘কুইক কনটাক্ট বাটন’ যা ব্যবহার করে তথ্য দেয়া যাবে সরাসরি ফোনে বা ইমেইলে। এছাড়াও অ্যাপ্লিকেশনটিতে ডিএমপির বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। অ্যাপসটি ডাউনলোড করা যাবে http://goo.gl/UkdJoZ থেকে।
হাতেখড়ি : অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে খেলার ছলে শিশুরা সহজেই বাংলা বর্ণমালা শিখতে পারবে, বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি ছাড়াও হাতের লেখা অনুশীলন করতে পারবে। ডাউনলোড লিংক: http://goo.gl/Dm3cKA
বই পোকা : এই অ্যাপসটির মাধ্যমে সকল স্মার্ট ডিভাইসে বাংলা বই পড়া যাবে। ‘বই পোকা’ অ্যাপসটিতে কালজয়ী সব ক্লাসিক বই দেয়া আছে, যা বিনামূল্যে পড়া যাবে। এছাড়াও অ্যাপসটির ‘ইন-অ্যাপ পারচেজ’ ফিচারটির মাধ্যমে জনপ্রিয় সব লেখকের বই খুব সহজেই ক্রয় করেও পড়া যাবে। বই পড়ার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে অ্যাপসটিতে রয়েছে বুকমার্ক, হাইলাইটার, আন্ডারলাইন, এনোটেশন, পেজ জাম্প, বুক রেটিং-এর মত কার্যকর সব ফিচার। অ্যাপটি ব্যাবহারকারীরা তাদের নিজস্ব পিডিএফ বইয়ের সংগ্রহও খুলতে পারবেন অ্যাপটি থেকে। বইয়ের কোনো একটি পছন্দের অংশ সোশ্যাল শেয়ার ফিচারের মাধ্যমে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে বন্ধুদের সঙ্গে শেয়ার করার সুবিধাও রয়েছে। অ্যাপসটি ডাউনলোড করা যাবে http://goo.gl/4RMGb9 ঠিকানা থেকে । 
রাইজিংবিডি.কম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন