ফ্যাক্স একটি পরিচিত শব্দ যার মাধ্যমে আমরা তাৎক্ষনিক একজনের তথ্য অন্যজনের কাছে পৌছে দেয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে এই ফ্যাক্স মেশিন সব জায়গাতেই পাওয়া যায় না আর পাওয়া গেলেও বাড়তি অর্থ গুনতে হয়। মূলত এই কারনেই এই পোষ্টটি করার উদ্দেশ্য। বিশেষকরে যারা কোন কোম্পানীর সাথে যোগাযোগ রক্ষা করতে হয় তাদের এই ফ্যাক্স সবচেয়ে বেশী প্রয়োজন কেননা ওই কোম্পানী তো আর তার জন্য সবসময় মেইল চেক বা চ্যাটে বসে থাকবে না।
আপনি ইচ্ছা করলে নিজে লিখে অথবা পি.ডি.এফ বা ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট ও ফ্যাক্স হিসেবে পাঠিতে পারবেন।
এই সাইটের মাধ্যমে আপনি প্রায় ৪১ টি দেশে ফ্রি fax পাঠাতে পারবেন
* ২ টি ফ্যাক্স প্রতিদিন ফ্রি পাঠাতে পারবেন
* প্রতি ফ্যাক্সে ১০ মেগাবাইটের ফাইল ফ্যাক্স করতে পারবেন।
* ১৭৮ টি ফাইল ফরমেট সাপোর্ট করে
* রেজিস্ট্রেশন করার বাড়তি কোন ঝামেলা নেই
http://www.internetsms.com/freefax.php
http://sendfreefax.net/send-free-fax-Bangladesh.php
http://www.freepopfax.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন