আমরা সাধারণতঃ কম্পিউটারে ইংরেজী তারিখ ও বার দেখতে পাই। কিন্তু আজকাল অফিস-আদালতে ইংরেজী তারিখের পাশাপাশি বাংলা তারিখের প্রচলন হয়েছে। তাছাড়া আমাদের ব্যক্তিগত কাজেও অনেক সময় বাংলা তারিখ জানার প্রয়োজন পড়ে। আবার অনেক সময় পূর্ববর্তী বা পরবর্তী কোন ইংরেজী তারিখের বাংলা তারিখ জানার প্রয়োজন পড়তে পারে।
এ সব দিক লক্ষ্য করে জনাব ইসমাইল এই সফটওয়্যারটি Date Converter প্রোগ্রামটি তৈরী করেছেন।। আমার বিশ্বাস এটি আপনাদের অনেক কাজে লাগবে।
ডাউনলোড:
এখানে ক্লিক করুন
প্রোগ্রামটি চালু হলে এতে আপনি বাম পাশে ইংরেজী তারিখ এবং ডান পাশে বাংলা তারিখ দেখতে পাবেন। উপরে বাংলাতে সময় দেখতে পাবেন। ডান দিকে নীচে প্রদর্শিত তারিখের সূর্যোদয় ও সুর্যাস্তের সময় দেখতে পাবেন।
আপনি যদি পূর্ববর্তী বা পরবর্তী কোন ইংরেজী তারিখের বাংলা তারিখ দেখতে চান তাহলে Converter বাটানে ক্লিক করুন অথবা C চেপে এন্টার চাপুন। একটি ছোট ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। এতে যথাক্রমে তারিখ, মাস ও সন এন্ট্রি করে Convert বাটনে ক্লিক করুন। ঐ তারিখের বাংলা তারিখ, বার, সূর্যোদয় ও সুর্যাস্তের সময় প্রদর্শিত হবে।
কৃতজ্ঞতাঃ জনাব ইসমাইল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন