বর্তমানে সেলফোনের বাজার প্রায় স্মার্টফোনের দখলে। তবে কথা বলার পাশাপাশি নানা কাজে ব্যবহৃত হয় স্মার্টফোন। তবে স্মার্টফোনের পারফরম্যান্স র্যামের ওপর অনেকটাই নির্ভর করে। র্যাম যত বেশি হবে স্মার্টফোন তত দ্রুত মাল্টিমিডিয়া ভিত্তিক কাজ সহজে করা যাবে। মনের মতো স্মার্টফোন কেনার পরও র্যাম কম থাকায় প্রায়ই স্মার্টফোন হ্যাং হওয়ার ঘটনা ঘটতে দেখা যায়। এ সমস্যা সমাধানে ব্যবহার করা যায় ভার্চুয়াল র্যাম, যা স্মার্টফোনের নির্ধারিত
র্যামের সঙ্গে যোগ হয়ে স্মার্টফোনে নতুন মাত্রা যোগ করবে।
প্রস্তুতি পর্ব :প্রথমেই আপনার কম্পিউটারে স্মার্টফোনের জন্য নির্ধারিত ড্রাইভার ইনস্টল করে নিন। এবার স্মার্টফোনের Settings থেকে Apps>Development-এ প্রবেশ করুন। USB Debugging অপশনটি বাছাই করে দিন। ইউএসবি কেবল অথবা ডাটা কেবলের সাহায্যে ফোনটি পিসির সঙ্গে সংযোগ দিতে হবে। এবার পিসিতে মাত্র ২ মেগাবাইটের Rooting Tool নামে ড্রাইভারটি [লিংক http://bit.ly/12lmL1K] ] ডাউনলোড ও আনজিপ করে নিতে হবে। আনজিপ ফোল্ডারে RunMe ফাইল পাবেন। এটি ওপেন করে প্রথমে1 এবং পরে Enter চাপতে হবে। ফোনে নতুন একটি উইন্ডো এলে এখানে Restore-এ ক্লিক করতে হবে। কাজ শেষে ফোনটি রিস্টার্ট হবে। সঠিকভাবে কাজ হলে ফোনে Superuser অ্যাপসের পরিবর্তে SuperSU প্রদর্শিত হবে।
মূল পর্ব : এই http://bit.ly/17jN6zB লিংক থেকে Ram Expander নামে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এবার ফোনটি পিসি থেকে ডিসকানেক্ট করে Ram Expander ফোনে ইনস্টল করে নিন। এটি চালু করলে শুরুতেই সেটিংয়ের জন্য নতুন একটি উইন্ডো আসবে। সেলফোনের মেমোরি কার্ড ৪ গিগাবাইট হলে swap এর ঘরে সর্বোচ্চ সীমা ৫১২ এবং ৮ গিগাবাইট হলে swap এর ঘরে সর্বোচ্চ সীমা ৮৫০ বাছাই করতে হবে। এবার swap চালু করে দিতে হবে। swap শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। এখানে swapness এলে ০ থেকে ১০০ যে কোনো মান ব্যবহার করা যাবে। শেষ হলে র্যাম বৃদ্ধি পাবে এবং স্মার্টফোন আরও গতিময় হয়ে উঠবে। মনে রাখতে হবে, ভালো ফলাফল পাওয়ার জন্য উচ্চগতির মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা উত্তম।
র্যামের সঙ্গে যোগ হয়ে স্মার্টফোনে নতুন মাত্রা যোগ করবে।
প্রস্তুতি পর্ব :প্রথমেই আপনার কম্পিউটারে স্মার্টফোনের জন্য নির্ধারিত ড্রাইভার ইনস্টল করে নিন। এবার স্মার্টফোনের Settings থেকে Apps>Development-এ প্রবেশ করুন। USB Debugging অপশনটি বাছাই করে দিন। ইউএসবি কেবল অথবা ডাটা কেবলের সাহায্যে ফোনটি পিসির সঙ্গে সংযোগ দিতে হবে। এবার পিসিতে মাত্র ২ মেগাবাইটের Rooting Tool নামে ড্রাইভারটি [লিংক http://bit.ly/12lmL1K] ] ডাউনলোড ও আনজিপ করে নিতে হবে। আনজিপ ফোল্ডারে RunMe ফাইল পাবেন। এটি ওপেন করে প্রথমে1 এবং পরে Enter চাপতে হবে। ফোনে নতুন একটি উইন্ডো এলে এখানে Restore-এ ক্লিক করতে হবে। কাজ শেষে ফোনটি রিস্টার্ট হবে। সঠিকভাবে কাজ হলে ফোনে Superuser অ্যাপসের পরিবর্তে SuperSU প্রদর্শিত হবে।
মূল পর্ব : এই http://bit.ly/17jN6zB লিংক থেকে Ram Expander নামে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এবার ফোনটি পিসি থেকে ডিসকানেক্ট করে Ram Expander ফোনে ইনস্টল করে নিন। এটি চালু করলে শুরুতেই সেটিংয়ের জন্য নতুন একটি উইন্ডো আসবে। সেলফোনের মেমোরি কার্ড ৪ গিগাবাইট হলে swap এর ঘরে সর্বোচ্চ সীমা ৫১২ এবং ৮ গিগাবাইট হলে swap এর ঘরে সর্বোচ্চ সীমা ৮৫০ বাছাই করতে হবে। এবার swap চালু করে দিতে হবে। swap শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। এখানে swapness এলে ০ থেকে ১০০ যে কোনো মান ব্যবহার করা যাবে। শেষ হলে র্যাম বৃদ্ধি পাবে এবং স্মার্টফোন আরও গতিময় হয়ে উঠবে। মনে রাখতে হবে, ভালো ফলাফল পাওয়ার জন্য উচ্চগতির মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা উত্তম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন