রবিবার, ৭ এপ্রিল, ২০১৩

অনলাইনে বিনা মূল্যে ৫ গিগাবাইট জায়গা!


ইন্টারনেটে ফাইল সংরক্ষণ করার নানা ধরনের সেবা রয়েছে। এসব সেবা ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ফাইল সংরক্ষণ ও ব্যবহার করা যায়। বিনা মূল্যে দেওয়া সেবার মধ্যে জনপ্রিয়তার তালিকায় রয়েছে ড্রপবক্স। তবে বিনা মূল্যে ড্রপবক্সে পাওয়া যায় মাত্র ২ গিগাবাইট জায়গা। 
সম্প্রতি চালু হয়েছে কপি ডট কম (www.copy.com)নামের নতুন সেবা ,এতে বিনা মূল্যে জায়গা পাওয়া যাবে ৫ গিগাবাইট। শুধু ৫ গিগাবাইট জায়গাই নয়, নতুন চালু হওয়ায় আরও বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
শুরুতে যাঁরা নিবন্ধন করবেন, তাঁরা ৫ গিগাবাইট জায়গা পাবেন। আর ব্যবহারকারী যদি তাঁদের পরিচিত বা অপরিচিত কাউকে নিজের অ্যাকাউন্টের আওতায় রেফারেন্স লিংক থেকে নতুন অ্যাকাউন্ট খোলাতে পারেন, তাহলে পাবেন আরও ৫ গিগাবাইট জায়গা। এ ছাড়া ব্যবহারকারী যদি তাঁর টুইটার অ্যাকাউন্টে কপি ডট কমের একটি বার্তা টুইট করেন, তাহলে আরও ২ গিগাবাইট জায়গা বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ, সব মিলিয়ে নতুন অফারের আওতায় একজন ব্যবহারকারী ১২ গিগাবাইট জায়গা ব্যবহার করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন