সোমবার, ১৮ মার্চ, ২০১৩

মাত্র ২ ক্লিকে যেভাবে বন্ধ হয়ে যাওয়া ওয়েবসাইট থেকে আপনার মূল্যবান লিখা ফিরিয়ে আনবেন

আপনার পোস্ট গুলো আপনি খুব সহজেই এমএস ওয়ার্ডে অথবা পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন...তার জন্য নিচের দেওয়া ইনস্ট্রাকশন গুলো ফলো করলেই হবে

১. প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে "গুগল ক্রোম" নামক ব্রাউজারটি ডাউনলোড এবং ইন্স্ত্রল করে নিতে হবে 



২. গুগুল ক্রোম ব্রাউজারের এড্রেস বারে গিয়ে আপনি যেই পোস্ট টি নিতে চান সেই পোস্টের শিরোনাম লিখবেন এবং সার্চ দিবেন





৩. সার্চ করার পর আপনি আপনার কাঙ্খিত পোস্টটি নিচে পেয়ে যাবেন,সেখানে গিয়ে ডান পাসে ছবিতে দেখানো স্থানে মাউস পয়েন্টার রাখুন.তারপর দেখুন ডান দিকে আপনার পোস্টটি হুবহু এসে গেছে ছবি আকারে!!



৪. ছবিতে দেখানো স্থানে ক্লিক করুন এবং একটু অপেক্ষা করুন!!



হুররে দেখেন আপনার লিখা পোস্ট সম্পূর্ণ কমেন্ট সহ এসে গেছে,এবার আপনি চাইলে আপনার লিখাই চুরি করতে পারেন।আই মিন কপি পেস্ট এন্ড সেভ!

নিজের লিখা নিজে চুরি করেও যদি সন্তুষ্ট না হতে পারেন তাহলে আসেন আরেকডা সিস্টেম দেখাই দিতেছি।যেইটার নাম হইলো পিডিএফ থিউরি

::যেভাবে গুগুল ক্রোম দিয়ে পিডিএফ ফাইল তৈরী করবেন:::



যেই লিখাটি পিডিএফ করতে চান সেই পোস্টের পেজে থাকা অবস্থায় ক্রোম ব্রাউজারের ডান পাশে ছবিতে দেখানো জায়গায় ক্লিক করে "প্রিন্ট" এর মধ্যে ক্লিক করতে হবে



তারপর সেভ এর মধ্যে ক্লিক করলেই পেজ টি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে (যদি পিডিএফ করার অপশন না থাকে তবে চেইঞ্জ এর মধ্যে ক্লিক করে পিডিএফ সিলেক্ট করে দিলেই হবে)



সৌজন্যেঃ নীলসালুর ব্লগ থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন