সহজলভ্যতা এবং শেয়ারিং এ স্বাধীনতা।এই পর্নোগ্রাফির সহজলভ্যতার কারণে খুব সহজেই এতে আকৃষ্ট হয়ে পড়ছে শিশু থেকে শুরু করে তরুণরা।আপনার অগোচরেই হয়তো আপনার কম্পিউটার থেকে আপনার সন্তান কিংবা ভাই-বোন হয়ে পড়ছে পর্নোগ্রাফিতে আসক্ত।কিছুদিন আগে সময় টেলিভিশানে এক প্রতিবেদনে ইন্টারনেট এর এই কুফল সম্পর্কে করা এক প্রতিবেদনে তাক লাগানো কিছু তথ্য উঠে এসেছে।
আধুনিক এই যুগে বাবা-মায়ে কিংবা
শিক্ষিত লোকজন ছেলেমেয়েদের ইন্টারনেট তুলে দেওয়া তেমন ক্ষতিকর কিছু না মনে করলেও সবার উচিৎ ছোটদের ইন্টারনেট ব্যবহারের সময় কি করছে বা কোন ওয়েবসাইটে যাচ্ছে তার উপর লক্ষ্য রাখা।কাজটি করার জন্য আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না।ব্রাউজিং হিস্টোরী চেক করলেই খুব সহজেই এটি খুজে পাবেন।এছাড়া ওপেন ডিএনএস ব্যবহার করে আপনি পর্নো ওয়েবসাইট সমূহকে ব্লক করে দিতে পারেন।ওপেন ডিএনএস ব্যবহার করে কিভাবে পর্নোওয়েবসাইট ব্লক করবেন সেটি আজ আমি আপনাদের দেখাব।ওপেন ডিএনএস
ডিএনএস (Domain Name System) একটা ওয়েবসাইটের আইপি এড্রেস ধরে ওই ওয়েবসাইট কে দেখায় যখন আমরা ব্রাউজারে ডোমেইন টাইপ করি।যেমন, গুগল এর এড্রেস (http://74.125.45.100/) এটাকে ডিএনএস ধরে আমাদের দেখায় যখন আমরা ব্রাউজারে google.com টাইপ করি।আমাদের সবার ইন্টারনেট কানেকশানেই প্রোভাইডারদের দেয়া ডিএনএস সেট করা থাকে।ওপেন ডিএনএস হল প্রোভাইডারের দেওয়া ডিএনএস এর বিকল্প ডিএনএস।ওপেন ডিএনএস ব্যবহারের একটি বড় সুবিধা হল কন্টেন্ট ফিল্টারিং।আপনার ব্রাউজারে যদি কোন পর্নো ওয়েবসাইটের ডোমেইন টাইপ করা হয় তবে ওপেনডিএনএস সেটি টের পেয়ে ওই ওয়েবসাইটের আইপি ব্লক করে দেয়।ফলে কোনভাবেই ব্রাউজারে আর সেই সাইট দেখতে পাওয়া যায় না।এছাড়া হ্যাকিং এর জন্য বানানো ফিশিং লিংক ব্লক এবং ডোমেইন নাম ভুল লিখলে সেটির শুদ্ধ করে দেয়া সহ অনেক সুবিধা পাওয়া যায়।ওপেন ডিএনএসগুলো হলঃ
- 208.67.222.222
- 208.67.220.220
- 2620:0:ccc::2 (IPv6)
- 2620:0:ccd::2(IPv6)
ওপেন ডিএনএস সেট করার পদ্ধতি
- প্রথমে আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল থেকে Network and Internet >Network connection এ গিয়ে আপনার একটিভ কানেকশান এর উপর রাইট বাটন ক্লিক করুন।একটিভ কানেকশান বলতে আপনি বর্তমানে যেই কানেকশান ব্যবহার করছেন সেটি।এরপর সেই কানেশান এর Properties এ যান।Internet Protocol Version 4 (Ipv4) এর Properties এ যান।
- Properties উইন্ডো খুললে সেখানে গিয়ে Preferred DNS : 208.67.222.222 এবং Alternate DNS : 208.67.220.220 বসিয়ে ওকে দিয়েই হয়ে যাবে।
- এছাড়া চাইলে (IPv6) এর ডিএনএস ও পরিবর্তন করে দিতে পারেন উপরের লিষ্টের ৩য় ও ৪র্থ এড্রেসগুলো দিয়ে।
এতকিছুর পরেও ইন্টারনেট এ পর্ণগ্রাফি ঠেকানোর কার্যকরী কোন বের করা হয়নি।তবে আশার বিষয় গুগলের মত সার্চ ইঞ্জিনরা ইতিমধ্যেই সার্চে পর্নো সাইট ফিল্টার করার ঘোষনা দিয়েছে।আপনার সন্তানকে যদি পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে তবে তাকে ইন্টারনেট থেকে দূরে রাখুন এবং ব্যবহার করতে দিলেও যথাসম্ভব খেয়াল রাখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন