শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

র‌্যামের বিকল্প পেনড্রাইভ

কম্পিউটারের গতি নির্ভর করে প্রসেসর এবং র‌্যামের ওপর। র‌্যামের পরিমাণ কম হলে কম্পিউটার ধীর হয়ে পড়ে। তবে পিসির গতি বাড়াতে পেনড্রাইভকেই র‌্যাম হিসেবে ব্যবহার করা যায়। আর এ জন্য উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা পেনড্রাইভটি ইউএসবি পোর্টের সাহায্যে কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হবে। নির্ধারিত স্থানে প্রবেশ শেষে Properties এ যেতে হবে। এবার Advanced ট্যাবে গিয়ে Performance এর Settings বাটনে ক্লিক করতে হবে। আবারও Advanced ট্যাবে ক্লিক করে Virtual Memory পরিবর্তন করতে হবে। সেখানে তালিকা থেকে পেনড্রাইভটিকে নির্বাচন করে Custom Size বাটনে ক্লিক করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যবহারের পরিমাণ নির্ধারণ করতে হবে। এবার OKএবং Apply all settings বাটনে ক্লিক করতে হবে। আর উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা কম্পিউটারে পেনড্রাইভ প্রবেশ করিয়ে তার আইকনের ওপর রাইট বাটনে ক্লিক করে Properties এ যেতে হবে। এখন ReadyBoost ট্যাবে গিয়ে Use this Device লেখার পাশে ক্লিক করতে হবে। পরে একইভাবে ব্যবহারের পরিমাণ নির্ধারণ করে OK বাটনে ক্লিক করে কম্পিউটার Restart করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন